সামনে রমজান। ফলে বহু দেশের প্রশাসনই ভাবছে লকডাউন তোলার কথা। তৃতীয় বিশ্বের সমস্যা অবশ্য অন্য। লকডাউন যত বাড়বে ততই ধরাশায়ী হবে অর্থনীতি। এই পরিস্থিতিতে অনেকেই চাইছে লকডাউন তুলতে। এই আবহে বিশ্বস্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা, লকডাউন একবারে তুললে সংক্রমণ গতি বাড়িয়ে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।হু এর নিদান, সেক্ষেত্রে লকডাউন তুলতে হবে ধাপে ধাপে।
এদিন অনলাইন কনফারেন্সে হু এর প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ডিরেক্টর তাকেশি কাসাই বলেন,
একই সঙ্গে তাকেশির নিদান, প্রতিটি মানুষকে নতুন অভ্যেস তৈরি করতে হবে। বেঁচে থাকার ধরণধারণ বদলে ফেলতে হবে। জীবনযাপন হতে হবে আরও স্বাস্থ্যসম্মত। তাকেশির কথায়, যতদিন না ভ্যকসিন আবিষ্কৃত হচ্ছে ততদিন করে স্বাস্থ্যবিধি মেনেই জীবনযাপন করে যেতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown, WHO