#নয়াদিল্লি: বিশ্বের তুলনায় ভারতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কম। কারণ, ঠিক সময় দেশজুড়ে লকডাউন শুরু হয়, এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 টিমের সদস্য ডেভিড নাবারো। তাঁর পূর্বাভাস, লকডাউনেই ভারতে কাবু করোনা। লকডাউন উঠলে ভারতে বাড়বে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তা-ও ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। জুলাইয়ের শেষে ভারতে করোনার প্রকোপ শিখরে থাকবে। আতঙ্ক নয়, আগামী দিনে সতর্ক থাকতে হবে।
কিছু দেশ ধীরে ধীরে লকডাউন শিথিল করছে৷ ভারতও সেই পথেই এগোচ্ছে৷ এ হেন পরিস্থিতিতে হু-এর তরফে বারবারই সতর্ক করা হয়েছে, হুড়মুড় করে লকডাউন তুলে দিলে বিপদ কাটা তো দূর, আরও বিপদ ঘনাবে। করোনা সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়বে, বাড়বে মৃত ও আক্রান্তের সংখ্যা।
তবে এরমধ্যেই মিলেছে খানিক আশার আলো! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জানিয়েছে, দেশে ২১৬ জেলায় করোনা ভাইরাস সংক্রমণের কোনও কেস হয়নি ৷ ৪২ জেলায় ২৮ দিনে কোনও নতুন কেস সামনে আসেনি ৷ ২৯ জেলায় ২১ দিন ধরে নতুন করে কোনও কোভিড ১৯ সংক্রমণের ঘটনা ঘটেনি ৷ মন্ত্রালয় জানিয়েছে , করোনা সংক্রমণ রুখতে কী করা উচিত আর কী করা উচিত নয় এই বিষয়গুলি যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা যায় তাহলে এই মারণ ভাইরাসের সংক্রমণ আটকে দেওয়া সম্ভব ৷
স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে লব আগরওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ভারতে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ২৯.৩৬ শতাংশ ৷ এখনও পর্যন্ত চিকিৎসায় সাড়া দিয়ে ১৬,৫৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।