corona virus btn
corona virus btn
Loading

রাষ্ট্রপতি পদে NDA প্রার্থী রামনাথ কোবিন্দ, কে এই কোবিন্দ?

রাষ্ট্রপতি পদে NDA প্রার্থী রামনাথ কোবিন্দ, কে এই কোবিন্দ?

রাষ্ট্রপতি পদে NDA প্রার্থী রামনাথ কোবিন্দ, কে এই কোবিন্দ?

  • Share this:

#নয়াদিল্লি: সমস্ত জল্পনার অবসান ৷ রাষ্ট্রপতি পদের জন্য অবশেষে চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করল NDA ৷ রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে দলিত তাসেই ভরসা রাখল বিজেপি ৷ সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হল বিজেপির দলিত মোর্চা সভাপতি রামনাথ কোবিন্দের নাম ৷ বৈঠক শেষে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজে এই ঘোষণা করেন ৷

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের সঙ্গে এনডিএ-র লড়াই। তাতে একধাপ এগিয়ে গেল গেরুয়াশিবির। সোমবার, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয় উত্তরপ্রদেশের কানপুরের দলিত নেতা রামনাথ কোবিন্দের নাম।

বর্তমানে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ ৷ পেশায় আইনজীবী কোবিন্দ ১৯৯৪ থেকে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ৷ ২০০৬ মার্চ অবধি দীর্ঘ ১২ বছর তিনি সাংসদ পদ সামলেছেন ৷

সুমিত্র মহাজন, সুষমা স্বরাজ ও দ্রৌপদী মুর্মুর নাম NDA তরফে রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে এই নামগুলিই রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছিল ৷ কিন্তু সব জল্পনার অবসানে বেছে নেওয়া হয় উত্তরপ্রদেশের কানপুরের দলিত সম্প্রদায়ের নেতা সত্তরোর্ধ্ব রামনাথ কোবিন্দকে ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দলিত ইস্যুকে মাথায় রেখেই বিজেপি দলিত মোর্চার সভাপতির নামই চুড়ান্ত করল BJP তথা NDA ৷ পেশায় আইনজীবী এই প্রবীণ রাজনৈতিক নেতা দলের দলিত মোর্চার দায়িত্বভার সামলানো ছাড়াও দীর্ঘসময় দলের জাতীয় মুখপাত্র পদভারও সাফল্যের সঙ্গে সামলেছেন ৷ তবুও জাতীয় রাজনীতিতে কখনই তেমন ভাবে পরিচিত মুখ হয়ে উঠতে পারেননি কোবিন্দ। তাহলেও কেন রামনাথকেই রাষ্ট্রপতি ভবনে পাঠাতে চায় গেরুয়াশিবির?

কেন রামনাথ কোবিন্দকে বাছাই? - নতুন মুখ হওয়ায় বিতর্কেও তেমনভাবে জড়াননি রামনাথ - রামনাথের ভাবমূর্তিও স্বচ্ছ

রামনাথকে সামনে রেখে কার্যত একঢিলে দুই পাখি মারতে চায় বিজেপি।

কেন রামনাথ কোবিন্দকে বাছাই? - দলিত সম্প্রদায়ের প্রতিনিধিকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায় বিজেপি - রামনাথ উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ায় সপা, বিএসপি-র সমর্থন মিলবে বলে বিজেপির ধারণা - ফলে ধাক্কা খাবে কংগ্রেস-সব বিরোধীদের জোট - উত্তরপ্রদেশের ভূমিপুত্রকে রাইসিনা হিলসে পাঠিয়ে বার্তা দিতে চায় বিজেপি - মধ্যপ্রদেশে - ২০১৯-এর লোকসভা ভোটে দলিত ভোটব্যাঙ্ক টার্গেট বিজেপির - টার্গেট ২০১০ সালে বিহার বিধানসভা নির্বাচনও

কানপুরের দেহাতে ১৯৪৫ সালে ১ অক্টোবর জন্ম হয় রামনাথ কোবিন্দের ৷ কর্মাস নিয়ে স্নাতক স্তরের পড়াশুনা শেষ করার পর কানপুর বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পাশ করেন ৷ ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দিল্লি হাইকোর্টে এবং ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সু্প্রিম কোর্টে কেন্দ্র সরকারের কৌঁসুলি হিসেবে কাজ করেছেন ৷

রামনাথ কোবিন্দ ১৯৭৪ সালে সবিতা কোবিন্দকে বিয়ে করেন ৷ তাদের এক পুত্র ও এক কন্যা রয়েছে ৷

সোমবার, রামনাথ কোবিন্দের নাম নিয়ে সোনিয়া গান্ধি ও মনমোহনের সঙ্গে ফোনে কথা হয় নরেন্দ্র মোদির। কিন্তু, কোনওরকম আলোচনা ছাড়াই, বিজেপি একতরফা নাম ঘোষণা করেছে বলে অভিযোগ তুলছে কংগ্রেস।

প্রণব মুখোপাধ্যায়ের পর রাইসিনা হিলসে কে পা রাখবেন তার উত্তর তো সময়ই বলবে ৷ তবে দলিত প্রার্থী রামনাথ কোবিন্দকে নিয়ে আত্মবিশ্বাসী NDA ৷ রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা হতেই সমর্থন জানিয়েছে টিআরএস, টিডিপি ও এআইএডিএমকে। রামনাথ কোবিন্দকে সামনে এনে চমক দিতে চেয়েছিল বিজেপি। বদলে শুরু হয়েছে বিতর্ক

First published: June 19, 2017, 5:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर