#জেনেভা: WHO চিফ ট্রেডস আধানন ট্যুইট করে আগেই জানিয়েছিলেন ২০২০ সালের মধ্যেই করোনা রুখতে ভ্যাকসিন বাজারে চলে আসবে ৷ সঙ্গে জানিয়েছিলেন, ভ্যাকসিন নিয়ে যাবতীয় গবেষণা প্রায় শেষের দিকে ৷ আর এই গবেষণা আশার আলো দেখিয়েছে ৷ তিনি ট্যুইটের মাধ্যমে জানিয়েছিলেন, ‘ফাইজার-এর তৈরি টিকাটি খুবই আশা জাগাচ্ছে । এর পাশাপাশি আরও ভ্যাক্সিনের প্রত্যাশা রয়েছে।
তবে এবার ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৎপরতা ও দৃঢ়তাকে ধন্যবাদ জানালেন খোদ হু চিফ ৷ সম্প্রতি ট্যুইট করে মোদিকে এ বিষয়ে ধন্যবাদও জানালেন তিনি ৷नमस्ते, प्रधान मंत्री @narendramodi आपसे ट्रेडिशनल मेडिसिन के संदर्भ में ज्ञान, अनुसंधान और प्रशिक्षण के लिए सहयोग और मजबूत करने पर बातचीत हुई।@WHO वैश्विक स्तर पर स्वास्थ्य में और यूनिवर्सल हेल्थ कवरेज में भारत के नेतृत्व का स्वागत करता है!https://t.co/1bWxWq1HTe
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) November 11, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Narendra Modi