হোম /খবর /দেশ /
শীঘ্রই আসবে করোনার ভ্যাকসিন, মোদিকে ধন্যবাদ জানালেন WHO চিফ

শীঘ্রই আসবে করোনার ভ্যাকসিন, মোদিকে ধন্যবাদ জানালেন WHO চিফ

WHO চিফ ট্রেডস আধানন ট্যুইট করে আগেই জানিয়েছিলেন ২০২০ সালের মধ্যেই করোনা রুখতে ভ্যাকসিন বাজারে চলে আসবে ৷

  • Last Updated :
  • Share this:

#জেনেভা: WHO চিফ ট্রেডস আধানন ট্যুইট করে আগেই জানিয়েছিলেন ২০২০ সালের মধ্যেই করোনা রুখতে ভ্যাকসিন বাজারে চলে আসবে ৷ সঙ্গে জানিয়েছিলেন, ভ্যাকসিন নিয়ে যাবতীয় গবেষণা প্রায় শেষের দিকে ৷ আর এই গবেষণা আশার আলো দেখিয়েছে ৷ তিনি ট্যুইটের মাধ্যমে জানিয়েছিলেন, ‘ফাইজার-এর তৈরি টিকাটি খুবই আশা জাগাচ্ছে । এর পাশাপাশি আরও  ভ্যাক্সিনের প্রত্যাশা রয়েছে।

তবে এবার ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৎপরতা ও দৃঢ়তাকে ধন্যবাদ জানালেন খোদ হু চিফ ৷ সম্প্রতি ট্যুইট করে মোদিকে এ বিষয়ে ধন্যবাদও জানালেন তিনি ৷ট্যুইট করে ট্রেডস লিখলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ৷ করোনার ভ্যাকসিন নিয়ে তাঁর দৃঢ়তা ও কমিটমেন্ট প্রশংসনীয় ৷ ’
ট্যুইটে হু চিফ আরও লিখলেন, ‘এই অতিমারী মানব সভ্যতার কাছে একটা চ্যালেঞ্জ ৷ গোটা মানব সভ্যতাকে এই বিপদ থেকে বাঁচাতে মোদি সরকারের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আমরা লড়ব ৷  ’
Published by:Akash Misra
First published:

Tags: Coronavirus, Narendra Modi