#তামিলনাড়ু: তামিলনাড়ুর থেনিতে ঘটে গেল এক বড় অঘটন। আন্ডিপাত্তি কোর্টের সামনে নিজেদের গাড়ি দাঁড় করিয়ে কথা বলছিলেন দুজন ভদ্রলোক ও এক মহিলা। এমন সময় একটি সাদা রঙের গাড়ি যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। হটাৎই গাড়িটির সামনের চাকা ফেটে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে থাকা একটি মোটর বাইকে ধাক্কা মারে।
সেখানেই গাড়িটা থেমে যায় না। গাড়ির চালকের চেষ্টা সত্ত্বেও গাড়িটি ফুটপাথে দাঁড়িয়ে থাকা ওই দুই ভদ্রলোক ও ভদ্রমহিলার গায়ের ওপর উঠে যায়। ভদ্রলোক ও ভদ্রমহিলাকে ধাক্কা মারে। তারপর টেনে হিঁচড়ে নিয়ে যায় অনেকটা। ভদ্রমহিলা ছিটকে সাইডে পড়ে গেলেও ভদ্রলোককে চাপা দিয়ে একেবারে গায়ের ওপর উঠে যায়। এই ভয়ানক দুর্ঘটনায় ৫জন গুরুতর আহত হন। তাঁদেরকে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। এই সিসিটিভি ফুটেজ সামনে আসতেই আতঙ্ক ছড়ায়। দেখে নিন সেই ভয়ঙ্কর ভিডিও।