#সিংভূম: মেয়েরাই পারে, নিজেদের বিরুদ্ধে হওয়া অত্যাচার বা দুরাচারের বিরুদ্ধে তারা নিজেরা যদি রুখে দাঁড়ায় তাহলেই মুখ বন্ধ হয়ে যাবে সব নারী নিগ্রহকারীদের ৷ সিংভূমের চক্রধরপুর অনুমণ্ডলের করেয়াকেলায় মহিলা যেভাবে দোকানদারকে জুতোপেটা করলেন তা দেখে চমকে উঠছে গোটা সোশ্যাল মিডিয়া ৷ স্বাভাবিকভাবেই ভিডিও হল ভাইরাল ৷ দোকানে যখন জিনিস কিনতে গিয়েছিলেন সেখানেই ভদ্রমহিলার শ্লীলতাহানি করে দোকানদার ৷
ব্যাস আর যায় কোথায় ৷ পায়ের জুতো খুলে একেবারে দেদার মার শুরু করেন ভদ্রমহিলা ৷ তার সঙ্গে চলে লাথি, ঘুঁসিও ৷ আর এত বলে দেন যদি তার সঙ্গে এইধরণের কাজ কেউ করার কথাও ভাবে তাহলে তাদের হালও এভাবেই বেহাল করে দেবেন বলেও সতর্কবার্তা জারি করেন মহিলা ৷
আরও পড়ুন - পিরিয়ডস চলছে কিনা জানতে ছাত্রীদের অন্তর্বাস খুলিয়েছিলেন, পুলিশ কাস্টডিতে প্রিন্সিপ্যাল সহ চারজন
মহিলা জানিয়েছেন বাড়ির জিনিসপত্র কিনতে দোকানে পৌঁছেছিলেন ৷ প্রথমে দোকানদার তার সঙ্গে ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকে ৷ প্রথমে দোকানদার কী বলছে সেটা অগ্রাহ্য করছিলেন তিনি ৷ এরপর মহিলাকে খাওয়া ও পানীয়ের অফার করে তাকে শ্লীলতাহানির দিকে এগোয় ৷ এরপরেই মহিলা শুরু করেন মার ৷
এরপর মহিলা দোকানদারকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন কিন্তু সেই ঘটনাস্থলে হাজির লোকরা মহিলাকে বলেন যে দোকানদারকে আর পুলিশের হাতে তুলে দিতে হবে না ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Molestation, Viral Video, ভাইরাল ভিডিও, শ্লীলতাহানি