হোম /খবর /দেশ /
ইন্টারনাল অ্যাসেসমেন্ট নাকি পরে পরীক্ষা? CBSE দ্বাদশের পড়ুয়াদের ভবিষ্যত্‍

CBSEExams2020| ইন্টারনাল অ্যাসেসমেন্ট নাকি পরের তারিখে পরীক্ষা? CBSE দ্বাদশের পড়ুয়াদের ভবিষ্যত্‍

Representative Image

Representative Image

শীর্ষ আদালত বোর্ডকে বলেছে, ইন্টারনাল অ্যাসেসমেন্টে কী ভাবে নম্বর দেওয়া হবে, বা কোনও পড়ুয়া যদি পরীক্ষায় বসতে চায়, সে ক্ষেত্রে কী করণীয়, এই অপশনের বিষয়ে ছাত্র-ছাত্রীদের বিস্তারিত জানান৷ যাতে তাদের কাছে গোটা বিষয়টি পরিষ্কার হয়৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ইন্টারনাল অ্যাসেসমেন্ট নাকি পরে যে তারিখ নির্ধারণ হবে, সেই তারিখে পরীক্ষায় বসবে CBSE দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা? এই ধরনের একটি অপশনের কথা জানিয়েছে সিবিএসই বোর্ড ও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এই অপশনের বিষয়ে ছাত্র-ছাত্রীদের স্পষ্ট ভাবে বিস্তারিত জানানোর জন্য বোর্ডকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে, ইন্টারনাল অ্যাসেসমেন্টে কী ভাবে নম্বর দেওয়া হবে, বা কোনও পড়ুয়া যদি পরীক্ষায় বসতে চায়, সে ক্ষেত্রে কী করণীয়, এই অপশনের বিষয়ে ছাত্র-ছাত্রীদের বিস্তারিত জানান৷ যাতে তাদের কাছে গোটা বিষয়টি পরিষ্কার হয়৷

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ পয়লা জুলাই থেকে ১৫ জুলাই বাতিল করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও CBSE৷ এ দিন শীর্ষ আদালত বোর্ডকে বলে, একটি নোটিফিকেশন জারি করে অপশনাল পরীক্ষা, রেজাল্ট ও নতুন শিক্ষাবর্ষ সম্পর্কে বিস্তারিত জানান শুক্রবারের মধ্যে৷

দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য CBSE শীর্ষ আদালতকে জানায়, পড়ুয়াদের দুটি অপশন দেওয়া হচ্ছে৷ স্কুলে তাদের শেষ তিনটি ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে নম্বর, না হলে পরে যে তারিখ ইস্যু করা হবে, সেই তারিখে তারা পরীক্ষায় বসতে পারবে৷ তবে এই অপশন শুধুমাত্র দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্যই৷ দশম শ্রেণির পরীক্ষা সম্পূর্ণ ভাবেই বাতিল করা হয়েছে৷

কেন্দ্রের সলিসিটর জেনারেল এ দিন সুপ্রিম কোর্টে বলেন, ইন্টারনাল অ্যাসেসমেন্টে নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবে৷ সে ক্ষেত্রে ১৫ জুলাইয়ের মধ্যে স্কুল রেজাল্ট জানিয়ে দেবে৷

তখন আদালত বলে, নতুন অ্যাকাডেমিক সেশন সেপ্টেম্বর থেকে চালু করা উচিত৷ যাতে যে সব পড়ুয়ারা পরীক্ষায় বসতে ইচ্ছুক, তারা পরীক্ষা দিয়ে নম্বরের ভিত্তিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবে৷

Published by:Arindam Gupta
First published:

Tags: #HRD Ministry, CBSE Exams, CBSE Exams 2020, Supreme Court