#নয়াদিল্লি: ইন্টারনাল অ্যাসেসমেন্ট নাকি পরে যে তারিখ নির্ধারণ হবে, সেই তারিখে পরীক্ষায় বসবে CBSE দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা? এই ধরনের একটি অপশনের কথা জানিয়েছে সিবিএসই বোর্ড ও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এই অপশনের বিষয়ে ছাত্র-ছাত্রীদের স্পষ্ট ভাবে বিস্তারিত জানানোর জন্য বোর্ডকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে, ইন্টারনাল অ্যাসেসমেন্টে কী ভাবে নম্বর দেওয়া হবে, বা কোনও পড়ুয়া যদি পরীক্ষায় বসতে চায়, সে ক্ষেত্রে কী করণীয়, এই অপশনের বিষয়ে ছাত্র-ছাত্রীদের বিস্তারিত জানান৷ যাতে তাদের কাছে গোটা বিষয়টি পরিষ্কার হয়৷
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ পয়লা জুলাই থেকে ১৫ জুলাই বাতিল করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও CBSE৷ এ দিন শীর্ষ আদালত বোর্ডকে বলে, একটি নোটিফিকেশন জারি করে অপশনাল পরীক্ষা, রেজাল্ট ও নতুন শিক্ষাবর্ষ সম্পর্কে বিস্তারিত জানান শুক্রবারের মধ্যে৷
দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য CBSE শীর্ষ আদালতকে জানায়, পড়ুয়াদের দুটি অপশন দেওয়া হচ্ছে৷ স্কুলে তাদের শেষ তিনটি ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে নম্বর, না হলে পরে যে তারিখ ইস্যু করা হবে, সেই তারিখে তারা পরীক্ষায় বসতে পারবে৷ তবে এই অপশন শুধুমাত্র দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্যই৷ দশম শ্রেণির পরীক্ষা সম্পূর্ণ ভাবেই বাতিল করা হয়েছে৷
কেন্দ্রের সলিসিটর জেনারেল এ দিন সুপ্রিম কোর্টে বলেন, ইন্টারনাল অ্যাসেসমেন্টে নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবে৷ সে ক্ষেত্রে ১৫ জুলাইয়ের মধ্যে স্কুল রেজাল্ট জানিয়ে দেবে৷
তখন আদালত বলে, নতুন অ্যাকাডেমিক সেশন সেপ্টেম্বর থেকে চালু করা উচিত৷ যাতে যে সব পড়ুয়ারা পরীক্ষায় বসতে ইচ্ছুক, তারা পরীক্ষা দিয়ে নম্বরের ভিত্তিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: #HRD Ministry, CBSE Exams, CBSE Exams 2020, Supreme Court