হোম /খবর /দেশ /
রেলের 'ম্যাজিস্ট্রেট চেকিং' সম্পর্কে জানেন? একবার ধরা পড়লে আর রক্ষে নেই

রেলের 'ম্যাজিস্ট্রেট চেকিং' সম্পর্কে জানেন? একবার ধরা পড়লে আর রক্ষে নেই

Indian Railways: ম্যাজিস্ট্রেট চেকিং। ভারতীয় রেলের ভয়ঙ্কর একটা ব্যাপার। যেদিন হয়, ট্রেনে, স্টেশনে হইচই পড়ে যায়।

  • Share this:

কলকাতা: ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ আইনত অপরাধ। অনেক সময় তার জন্য যাত্রীদের চড়া মূল্য দিতে হবে। কারণ এই অপরাধের জন্য জরিমানা ও শাস্তি বা উভয়ের বিধান রয়েছে।

সাধারণত ট্রেনে টিটিই এবং টিটি প্ল্যাটফর্মে টিকিট চেক করে। কোনো যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লে তাকে জরিমানা করেন তাঁরা। এছাড়াও রেলওয়েতে আরেকটি চেকিং আছে, যাকে ম্যাজিস্ট্রেট চেকিং বলা হয়। খুব কম মানুষ এটি সম্পর্কে জানেন।

আরও পড়ুন- মহিলা ইন্সপেক্টরকে পাথর ছুঁড়ে পিটিয়ে মার বালি মাফিয়াদের, তুলকালাম

রেলওয়ের ম্যাজিস্ট্রিয়াল চেকিংয়ে রেলওয়ে ম্যাজিস্ট্রেট নিজেই এই অভিযানের নেতৃত্ব দেন। সেই সময় টিকিট ছাড়া কোনও যাত্রী ধরা পড়লে তাঁকে মোটা টাকা জরিমানা করা হয়।

সাধারণত, রেলওয়েতে টিকিট চেকিংয়ের জন্য টিটিই এবং টিটি নিয়োগ করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে রেলওয়ের টিকিট চেকিং অভিযান চালানো হয় কড়াভাবে। যাকে বলা হয় রেলওয়ে ম্যাজিস্ট্রেট চেকিং। এক্ষেত্রে ট্রেন হঠাৎ একটি ছোট স্টেশনে থামানো হয়। অনেক সময় চলন্ত ট্রেনে রেলকর্মীরা রেল পুলিশকে সঙ্গে নিয়ে টিকিট চেকিং করেন।

রেলের কর্মীরা ট্রেনের প্রতিটি বগিতে যান এবং সমস্ত যাত্রীদের টিকিট চেক করেন। যদি কোনও ব্যক্তি বিনা টিকিটে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন, তবে তাকে রেলওয়ে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।

রেলওয়ে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত যাত্রীকে মোটা টাকা জরিমানা করেন। কোনো ব্যক্তি জরিমানা দিতে অস্বীকার করলে তাকে কারাগারে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়। সারা দেশে অনেক স্টেশনে হঠাৎ ম্যাজিস্ট্রেট চেকিং হয়। সেই সময়ে ট্রেন বা প্ল্যাটফর্মে আলোড়ন সৃষ্টি হয়।

আরও পড়ুন- CBI-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অভিষেক? উত্তর মিলতে পারে আজই

অনেক সময় ম্যাজিস্ট্রেট চেকিংয়ের সময় বিপুল সংখ্যক যাত্রীকে বিনা টিকিট ভ্রমণ করতে দেখা যায়। গত বছর জুনে পাটনা জংশনে ম্যাজিস্ট্রেট চেকিংয়ের সময়, ১ দিনে ২ হাজারের বেশি যাত্রী বিনা টিকিটে ধরা পড়েছিল। অভিযুক্ত যাত্রীদের মোটা অঙ্কের জরিমানা করা হয়।  জরিমানা না দেওয়া ৫৩ জন যাত্রীর হাজতবাস হয়।

Published by:Suman Majumder
First published:

Tags: Indian Railways