#Budget2020: রেল থেকে মধ্যবিত্তের পকেটে কতটা স্বস্তি দেবে নির্মলা সীতারামনের বাজেট

#Budget2020: রেল থেকে মধ্যবিত্তের পকেটে কতটা স্বস্তি দেবে নির্মলা সীতারামনের বাজেট

আর্থিক ঝিমুনির আবহে আজ মোদি সরকারের বাজেট। বাজেট নিয়ে কী প্রত্যাশা রাজ্যবাসীর?

  • Share this:

#নয়াদিল্লি: আর্থিক ঝিমুনির আবহে আজ মোদি সরকারের বাজেট। বাজেট নিয়ে কী প্রত্যাশা রাজ্যবাসীর? মানুষের হাতে বাড়তি টাকা দিতে আয়করের হার কমবে বলে প্রত্যাশা। রেল থেকে মধ্যবিত্তের পকেটে কতটা স্বস্তি দেবে নির্মলা সীতারামনের বাজেট --- সেই দিকেই তাকিয়ে দেশবাসী। বাড়ছে প্রত্যাশার পারদ।

এবছরের বাজেটে নির্মলার চ্যালেঞ্জ --

আর্থিক বৃদ্ধির হার ৬ বছরে সর্বনিম্ন রাজকোষ ঘাটতি ৩.৪‍% থেকে বেড়ে ৪ শতাংশ ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা ভোগ্যপণ্যের মুদ্রাস্ফীতি ৭.৩‍% গত ১০ মাসে মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া সবচেয়ে বেড়েছে ডাল ও সবজির দাম -- -প্রত্যক্ষ কর আদায় লক্ষ্যমাত্রার থেকে অনেক দূরে থমকে - অপ্রত্যক্ষ কর আদায়ও লক্ষ্যমাত্রার তুলনায় বহু কম - প্রত্যক্ষ কর সংগ্রহে ঘাটতি দাঁড়াতে পারে ৩ লক্ষ কোটি - ১২ মাসের মধ্যে ৯ মাসই জিএসটি সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি - বিলগ্নিকরণ থেকে আয়ের লক্ষ্যমাত্রা অর্ধেকও পূরণ হয়নি

কী হতে পারে নির্মলার নিদান ?

নির্মলার নিদান কী? ১. আরও বেশি মানুষকে করের আওতায় আনতে হবে ২. উৎপাদন ক্ষেত্রকে চাঙ্গা করতে প্যাকেজ ঘোষণা ৩. ছোট ও মাঝারি শিল্পকে সুবিধা ৪. কৃষিক্ষেত্রকে সুবিধা দিতে ফসলের ন্যূনতম দাম বাড়ান ৫. বিদেশি বিনিয়োগ টানতে দাওয়াই ৬. বাজারে টাকার জোগান বাড়াতে লগ্নিতে করছাড় কর্পোরেট কর কমালেও শিল্পের উৎসাহে আরও কিছু সুবিধার দাবি শিল্পমহলের। গঠনমূলক সিদ্ধান্তের দিকে তাকিয়ে বাংলার শিল্পমহল ৷

অন্যদিকে বাজেটে রেলভাড়া বাড়লেও ক্ষতি নেই, মত রেলযাত্রীদের। পরিষেবার উন্নতি ও যাত্রী নিরাপত্তার দিকে নজর দেওয়ার দাবি রেলযাত্রীদের।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো থেকে কর্মসংস্থান, বাজেটের দিকে তাকিয়ে নতুন প্রজন্মও ৷

First published: February 1, 2020, 8:44 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर