হোম /খবর /দেশ /
রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যেই সরলেন স্বাস্থ্যসচিব

রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যেই সরলেন স্বাস্থ্যসচিব

ব্যয় সংকোচনের অংশ হিসেবে গত এপ্রিল মাসে সরকারের তরফে জানানো হয়, নতুন কোনও প্রকল্প হাতে নেওয়া হবে না৷ জরুরি ভিত্তি কোনও উন্নয়নমূলক প্রকল্প বা কাজ করার ক্ষেত্রে অর্থ দফতরের আগাম অনুমোদন নিতে হবে৷ পাশাপাশি এই সময়ের মধ্যে রাজ্য সরকারি দফতরগুলি নতুন গাড়ি, কম্পিউটার, টেলিভিশন, আসবাবপত্রও কিনতে পারবে না৷

ব্যয় সংকোচনের অংশ হিসেবে গত এপ্রিল মাসে সরকারের তরফে জানানো হয়, নতুন কোনও প্রকল্প হাতে নেওয়া হবে না৷ জরুরি ভিত্তি কোনও উন্নয়নমূলক প্রকল্প বা কাজ করার ক্ষেত্রে অর্থ দফতরের আগাম অনুমোদন নিতে হবে৷ পাশাপাশি এই সময়ের মধ্যে রাজ্য সরকারি দফতরগুলি নতুন গাড়ি, কম্পিউটার, টেলিভিশন, আসবাবপত্রও কিনতে পারবে না৷

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে এল এই খবর

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: স্বাস্থ্যসচিব পদ থেকে সরে গেলেন বিবেক কুমার, তাঁর জায়গায় এলেন পরিবহন দফতরের মুখ্যসচিব ৷ করোনা পরিস্থিতি চলাকালীন স্বাস্থ্যসচিবের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনা সংক্রমণের সময় যে ভাবে চিকিৎসক একের পর এক স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন ও তাঁদের যেভাবে মৃত্যু হয়েছে তাতে একেবারেই অখুশি মুখ্যমন্ত্রী৷

তাই সরানো হল রাজ্যের স্বাস্থ্যসচিবকে, সরিয়ে দেওয়া হল স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে ৷ বিবেক কুমারকে সরানো হল পরিবেশ দফতরে৷ এদিকে হুড়মুড়িয়ে বেড়ে চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৷ সারা দেশে এই মুহূর্তে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ এবারে রাজ্যের করোনা  আক্রান্ত ছাড়াল ২ হাজার ৷

রাজ্যে এই মুহূর্তে  করোনা আক্রান্ত ২ হাজার ৬৩ জন ৷ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১২৪ ৷  ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৫৷ এই মৃত ৫ জনের মধ্যে ৩ জন কলকাতার বাসিন্দা ৷ এদিকে  রাজ্যে করোনায় মৃতের সংখ্যা  ১১৮ ৷ সুস্থ হয়েছেন ৪৯৯ করোনা আক্রান্ত ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Health Secretary, West bengal