#কলকাতা: করোনার দাপটে ছয় মাসেরও বেশি সময় ঘরবন্দি দেশজোড়া বহু মানুষ। ভ্যাকসিন আসেনি, তবে রোগমুক্তির হাজার আজগুবি নিদান সামনে এসেছে। কেউ বলেছেন হার্বাল সন্দেশে করোনা মুক্তি, কেউ নানা জরিবুটির সন্ধান দিয়েছেন। বৈজ্ঞানিক ভিত্তিহীন এসব দাবি বারবার সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা তুলে দিয়েছে। তবে এবার এক সংস্থার কীর্তি ছাড়িয়ে গিয়েছে অতীতের সব কিছুকে। শক্তিপীঠ ডিজিটাল নামক এক সংস্থা সম্প্রতি দাবি করেছে করোনা তাড়াতে দূর্গাপুজোই ভরসা, তাই এক অনলাইন দুর্গাপুজোয় মুক্ত হস্তে দান করতে আবেদন জানানো হচ্ছে দেবীভক্তদের।
শক্তিপীঠ ডিজিটাল সংস্থার ইন্সটাগ্রাম পোস্ট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কী লেখা হয়েছে ওই পোস্টে? বলা হচ্ছে, "ভক্তদের করোনা-সুরক্ষার কথা মাথায় রেখে একটি অনলাইনে একটি দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। মা দশভূজা। তাঁর এক পা শিবের বক্ষে অন্য পা সিংহের পিঠে। দশ হাতে দশ অস্ত্র। সেই অস্ত্রে তিনি সকল শত্রু সংহার করেন। ...মা তাঁর ভক্তদের করোনা থেকেও রক্ষা করবেন। সকলে মিলে স্বাস্থ্য, সম্পদ ফিরে পেতে ও সব অন্ধকার দূর করতে দেবীর প্রার্থনা করুন।"
এর পরেই সংস্থার তরফে রীতিমতো সিট বুকিংয়ের ডাক দেওয়া হচ্ছে। সংস্থার ওয়েবসাইটে জানানো হচ্ছে জনপ্রতি ২১০০ টাকা চাওয়া হচ্ছে এই পুজোর জন্য। সঙ্গে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। সংস্থারস দাবি এই পুজো দিলেই মুক্তি মিলবে করোনার ঝক্কি থেকে।
জুন মাসের শুরুতেও এমন ভাবেই সামনে এসেছিল হার্বাল সন্দেশ। এক সংস্থা তুলসি, হলুদ, এলাচ, জষ্টিমধু, জায়ফল সহযোগে করোনা তাড়ানোর সন্দেশ তৈরি করে বাজারে এনেছিল। সেই সন্দেশ নেটদুনিয়ায় ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DurgaPuja