#নয়াদিল্লি: দিল্লি -এনসিআর (Delhi-NCR) রবিবার সকাল থেকে কালো মেঘে ছেয়েছে আকাশ, তারসঙ্গে প্রবল বজ্র-বিদ্যুতের সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি৷ যার জেরে আর ঠাণ্ডা অনুভূত হচ্ছে দিল্লি ও তার আশপাশের এলাকায়৷ মৌসমভবন আগেই পূর্বাভাস দিয়েছিল যে রবিবার থেকে বৃষ্টি শুরু হবে৷ সেই পূর্বাভাসকে সত্যি করে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি৷
দিল্লি ও তার সংলগ্ন এলাকায় পরপর দু দিন ধরে এই ধরণের খারাপ আবহাওয়া শুরু হয়েছে৷ যার জের অত্যধিক শীতে কাঁপছে উত্তর ভারত৷ এর আগে শনিবারও দিল্লি ও তাঁর আশপাশের এলাকা অর্থাৎ নয়ডা, গাজিয়াবাদে বৃষ্টি হয়েছিল৷ মৌসম বিভাগের কর্তারা জানিয়েছিল উত্তর পশ্চিম ভারতে আবহাওয়ার এই ধরণের খারাপ পরিস্থিতি জারি থাকবে৷ দিল্লি -হরিয়ানা-উত্তরপ্রদেশের একসঙ্গে এই রকম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে৷ শনিবার বারবার এই ধরণের বৃষ্টি হয়েছে , রবিবারও পরিস্থিতির অবনতি হবে৷
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এ উত্তর-পশ্চিমের শীতল হাওয়ায় বাধা। বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার প্রভাব বাড়ছে । তাই জাঁকিয়ে শীতের
প্রভাব কমছে বাংলায়। আগামী সপ্তাহে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। যার ফলে রাতে ও সকালে শীত ভাব থাকলেও দিনের বেলায় তা উধাও হবে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারতে এছাড়াও ঘূর্ণাবর্ত হয়েছে রাজস্থানের উপর। এর প্রভাবে আগামী কয়েকদিন জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব দিল্লী সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে দক্ষিণ-পশ্চিমের পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে।
আজ রবিবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা। সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব ও হরিয়ানা। সোমবার ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ মুজাফফরবাদ এ।
মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কেরল তামিলনাডু পন্ডিচেরিতে এবং লাক্ষাদ্বীপ এলাকায়। আগামী কয়েকদিন ঘন কুয়াশার সর্তকতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তর প্রদেশে। আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সর্তকতা ওড়িশায়।