#কলকাতা: বর্ষা যে আগাম রাজ্যে পা রাখতে পারে, তার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর৷ সেই পূর্বাভাস মিলিয়েই আগামী চব্বশ ঘণ্টার মধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আন্দামান সাগরে পৌঁছে যাবে বর্ষা৷ সবকিছু ঠিকঠাক থাকলে গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে আগামী ২৭ মে কেরলে ঢুকে পড়তে পারে বর্ষা৷ তেমনটা হলে এ রাজ্যেও বর্ষার আগাম আগমন ঘটবে৷
সাধারণ এ রাজ্যের উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষার পৌঁছনোর নির্ধারিত দিন ৭ জুন৷ দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছয় ১১ জুন৷
আরও পড়ুন: বিকেল হলেই দক্ষিণবঙ্গে চলবে ঝড়বৃষ্টি? বৃষ্টিতে ভাসবে উত্তর, জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দামান সাগরে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ায় আগামী ১৭ থেকে ১৯ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আন্দামান সাগর এলাকায় প্রবল বৃষ্টিপাত হবে৷ সমুদ্র উত্তাল থাকারও আশঙ্কা রয়েছে৷ বর্ষার বৃষ্টির সঙ্গেই দমকা ঝোড়ো হাওয়াও বইবে৷ যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত৷ সাধারণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২২ মে পৌঁছয় বর্ষা৷
আরও পড়ুন: বর্ষার আগে দারুণ উদ্যোগ যাদবপুরের বিধায়ক ও কাউন্সিলরের, জানুন
দেশের মধ্যে কেরলেই প্রথম ঢোকে বর্ষা৷ আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে দেশে বর্ষা ঢুকেছিল ৩০ মে৷ ২০১৮ সালে কেরলে বর্ষা প্রবেশ করেছিল একদিন আগে ২৯ মে৷ ২০১৯ সালে কেরলে বর্ষা পৌঁছেছিল ৬ জুন৷ ২০২০ সালে ৫ জুন কেরলে পৌঁছয় বর্ষা৷ গত বছর কেরলে বর্ষা ঢুকেছিল ৩১ মে৷
এবার ২৭ মে বর্ষা কেরলে পৌঁছলে গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে যাবে৷ গোটা েদশেও আগাম শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি৷ আবহবিদরা বলছেন, অশনি শেষ পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতি না করলেও বায়ুমণ্ডলে মৌসুমী বায়ুর আগাম আগমনের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়ে গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Monsoon, Weather Alert, Weather Report