#নয়াদিল্লি: কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল। ৷ দেশের বেশ কিছু অংশে তাপমাত্রা ০ ডিগ্রির নীচে চলে গিয়েছে ৷ বেশ কিছু এলাকায় আবার শৈত্যপ্রবাহের জেরে জবুথবু অবস্থা ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশ ও বিহারের বেশ কিছু জেলায় আরও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি ও রাজস্থানে প্রচন্ড ঠান্ডা থেকে কিছু হলেও স্বস্তি মিলবে ৷
উত্তর ভারতের জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ০ ডিগ্রির নীচে চলে গিয়েছে ৷ দিল্লিতে রবিবার এখনও পর্যন্ত শীতলতম দিন ছিল ৷ রবিবার দিল্লির তাপমাত্রা ৩.৪ ডিগ্রিতে নেমে গিয়েছিল ৷
Observations at 1730 hrs IST of today, the 20th Dec 2020:
Cold Day to Severe Cold Day Conditions are observed at a few places over north Uttar Pradesh and at isolated places over Bihar.
মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, বরফে ঢাকা পশ্চিমী হিমালয় থেকে আসা হাওয়ার দাপটে আরও ঠান্ডা বেড়েছে ৷ আগামী ৫-৬ দিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশপাশে থাকবে ৷ কাশ্মীরের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ০ ডিগ্রির নীচে চলে গিয়েছে ৷ এর জেরে বেশি কিছু জায়গায় জলের পাইপে জল জমে গিয়েছে ৷ সোমবার কাশ্মীরের বেশ কিছু এলাকায় সামান্য তুষারপাতও হয়েছে ৷