হোম /খবর /দেশ /
ফিরছে ২০০৫ সালের বন্যার স্মৃতি, প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই

ফিরছে ২০০৫ সালের বন্যার স্মৃতি, প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই

জনজীবন বিপর্যস্ত মুম্বইয়ে৷

জনজীবন বিপর্যস্ত মুম্বইয়ে৷

ভারী বর্ষণের সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বেগে হাওয়া বইতে শুরু করেছে৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: এমনিতেই প্রবল বৃষ্টিতে দিশেহারা অবস্থা মুম্বইয়ের৷ তার উপর আগামী কয়েক ঘণ্টায় মুম্বই-সহ কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ যার জেরে ২০০৫ সালের মতো মুম্বইয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মুম্বইয়ের অনেক জায়গাই জলমগ্ন হয়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হওয়ায় মুম্বইবাসীকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে মুম্বই পুলিশ৷ পুলিশের তরফে আবেদন করা হয়েছে, 'খুব জরুরি প্রয়োজন না হলে শহরবাসীকে বাড়ি থেকে না বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷ সমস্ত রকম সতর্কতা অবলম্বন করুন এবং সমুদ্র তীরবর্তী এলাকা বা জলমগ্ন এলাকাগুলিতে যাবেন না৷'

ইতিমধ্যেই রাস্তা এবং রেললাইনে জল জমে বেশ কয়েকটি রুটে বাস এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে৷ মুম্বই ছাড়াও পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুর, সাতারা এবং থানে জেলাতেও প্রবল বর্ষণ শুরু হয়েছে৷

মুম্বইয়ের চেম্বুর, পারেল, হিন্দমাতা, ওয়াডালার মতো নিচু এলাকাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে৷ জল জমে ইতিমধ্যেই সিএসএমটি- ভাসি, সিএসএমটি- কুরলা, চার্চগেট- কুরলা স্টেশনের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে৷

প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যে উদ্ধারকাজ চালাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দলকে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে৷ যে এলাকাগুলিতে প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন৷ স্কুলগুলিকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি রাখা হয়েছে৷

ভারী বর্ষণের সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বেগে হাওয়া বইতে শুরু করেছে৷ যার ফলে মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরের ভারী ক্রেন পর্যন্ত হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে৷ বম্বে স্টক এক্সচেঞ্জের ভবনের মাথায় থাকা বোর্ডও উপড়ে গিয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mumbai