• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • #PulwamaAttack: পড়ে রইল অন্তঃসত্ত্বা স্ত্রী, ২ বছরের ছেলের গায়ে উর্দি, সব ছেড়ে অন্তিমযাত্রায় জওয়ান

#PulwamaAttack: পড়ে রইল অন্তঃসত্ত্বা স্ত্রী, ২ বছরের ছেলের গায়ে উর্দি, সব ছেড়ে অন্তিমযাত্রায় জওয়ান

তাদের বাড়িতে আজ এসেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, এসেছে কফিনবন্দি বাবার দেহ ৷ ছোট্ট ছেলেটির চোখে মুখে বিষ্ময়, শূন্য দৃষ্টি, ভবিষ্যৎ অজানা... ৷

তাদের বাড়িতে আজ এসেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, এসেছে কফিনবন্দি বাবার দেহ ৷ ছোট্ট ছেলেটির চোখে মুখে বিষ্ময়, শূন্য দৃষ্টি, ভবিষ্যৎ অজানা... ৷

তাদের বাড়িতে আজ এসেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, এসেছে কফিনবন্দি বাবার দেহ ৷ ছোট্ট ছেলেটির চোখে মুখে বিষ্ময়, শূন্য দৃষ্টি, ভবিষ্যৎ অজানা... ৷

 • Share this:

  #আরিয়ালুর: মাত্র দু’টো বসন্ত কেটেছে তার বাবার সঙ্গে ৷ এই বসন্ত ছিনিয়ে নিল মাথার উপরের ছাদটা ৷ ছোট্ট শিবামুনিয়ান যদিও অতশত বুঝতে না ৷ বুঝঝে না কেন তাদের বাড়িতে এত ভিড়, বুঝছে না কফিনের মধ্যে ছিন্নভিন্ন হয়ে রয়েছে সেই ভালবাসার শক্ত হাতটা, বুঝছে না কেন সবাই কাঁদছে, বুঝছে না তার বাবা শহিদ হয়ে গিয়েছে ৷ তাদের বাড়িতে আজ এসেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, এসেছে কফিনবন্দি বাবার দেহ ৷ ছোট্ট ছেলেটির চোখে মুখে বিষ্ময়, শূন্য দৃষ্টি, ভবিষ্যৎ অজানা... ৷ গত বৃহস্পতিবার বসন্তের এক ভালবাসাভরা দিনেই পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত আরও ৪২ জনের মধ্যে একজন ছিলেন শিবামুনিয়ানের বাবা, তামিলনাড়ুর জওয়ান সি শিবচন্দ্রন ৷ সে জানে না কেন মরতে হল তার বাবাকে, জানে না কারা মারল এমন নৃসংশভাবে, জানে না এরপর তাদের কী হবে? আজ লোকে লোকারণ্য তাদের বাড়িটায় তেরঙ্গা মোড়া বাবার কফিনটা শায়িত ৷ মা গান্ধীমথির কোলে রয়েছে শিবামুনিয়ান ৷ মায়ের চোখে জল ৷ কিন্তু এত যুদ্ধের মধ্যেও তাকে বাবার উর্দিটা পরাতে ভোলেননি মা ৷ বাবার উদির গায়েই শেষবারের মতো কফিনটায় চুমু খেল শিবামুনিয়ান ৷ সি শিবচন্দ্রনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় সমাহিত করা হয়।

  First published: