হোম /খবর /দেশ /
‘এই রমজান মাসে ধৈর্যশীল হলেই ইদ সুন্দরভাবে পালন করা যাবে’: মোদি

‘এই রমজান মাসে ধৈর্যশীল হলেই ইদ সুন্দরভাবে পালন করা যাবে’: মোদি

এই লকডাউনে অনেক উৎসবই এসেছে ৷ তবে এই করোনা আমাদের উৎসাহ ও উদ্দীপনাকে বদলে দিতে পারেনি ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা আক্রান্ত সময়ে দেশের মানুষের মনোবল বৃদ্ধির দায়িত্ব ফের নিজের কাঁধে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার ঠিক সকাল ১১টা নাগাদ তাঁর মন কী বাত অনুষ্ঠানে প্রথমেই করোনা মোকাবিলায় দেশের মানুষের এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান ৷ এদিন তিনি বলেন, করোনা মোকাবিলায় আসল জয় দেশের জনতারই৷  সঙ্গে দেশবাসীকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী ৷এদিন অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজকে আমরা অক্ষয় তৃতীয়া পালন করছি ৷ এই লকডাউনে অনেক উৎসবই এসেছে ৷ তবে এই করোনা আমাদের উৎসাহ ও উদ্দীপনাকে বদলে দিতে পারেনি ৷ বরং আমাদের মধ্যে লড়াই করার ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে ৷ বাড়ি থেকেও যে উৎসব ভালভাবেই পালন করা যায়, তা শিখিয়েছে ৷ ’মোদি আরও বলেন, ‘এখন রমজান মাস চলছে ৷ এর আগের বছর রমজানে আমরা ভাবতেও পারিনি এরকম দিন আসবে ৷ তবে এই সময়টা আমাদের ধৈর্যশীল হতে হবে , সংযোম বাড়াতে হবে ৷ তবে আসন্ন ইদ আমরা সুন্দরভাবে পালন করতে পারব ৷’

Published by:Akash Misra
First published:

Tags: Man ki baat, PM Narendra Modi