• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • এক রাতের বৃষ্টিতে ঘরের মধ্যে ঢুকে পড়ল জল! দুরবস্থার ভিডিও দেখুন...

এক রাতের বৃষ্টিতে ঘরের মধ্যে ঢুকে পড়ল জল! দুরবস্থার ভিডিও দেখুন...

তবে একরাতের বৃষ্টিতে এমন হাল কোথাও হয়নি৷ প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিতে ঘরে জল ঢুকে গিয়েছে৷

তবে একরাতের বৃষ্টিতে এমন হাল কোথাও হয়নি৷ প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিতে ঘরে জল ঢুকে গিয়েছে৷

তবে একরাতের বৃষ্টিতে এমন হাল কোথাও হয়নি৷ প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিতে ঘরে জল ঢুকে গিয়েছে৷

 • Share this:

  #আহমেদাবাদ: দেশজুড়ে বৃষ্টির ফলে বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ তবে একরাতের বৃষ্টিতে এমন হাল কোথাও হয়নি৷ প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিতে ঘরে জল ঢুকে গিয়েছে৷ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

  ঘরে জল ঢুকতে দেখে কোনও রকমভাবে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন বাসিন্দারা৷ সবকিছু মাটি থেকে তুলে রাখাতে হয়েছে৷ না হলেও জিনিসপত্র জলে ভিজে চুপচুপে হয়ে যাবে৷ ঘরের মধ্যে চলতে ফিরতেও সমস্যা তৈরি হয়েছে৷ গোড়ালির ওপর উঠেছে জল৷ সারারাত অস্বস্তিতে কেটেছে সকলের৷

  আরও পড়ুন পাশ হবে তিন তালাক বিল? মোদি সরকারের কাছে এবার চ্যালেঞ্জ রাজ্যসভা

  ঘটনা গুজরাতের রাজকোটে৷ সেখানেই এমন ঘটনা ঘটেছে৷ এক রাতের জোর বৃষ্টিতে ঘরের মধ্যে ঢুকেছে জল৷

  First published: