#মুম্বাই: প্রতি ঋতুতেই নিজেকে একেক রকম ভাবে মেলে ধরে প্রকৃতি৷ বর্ষাকালে তো জীব বৈচিত্র যেন প্রাণ ফিরে পায়৷ চার পাশের গাছ পালা হয়ে ওঠে আরও সজীব, সবুজ৷ শুধু গাছ পালা কেন, বর্ষার সময় প্রকৃতি এমন কিছু মুহূর্ত উপহার দেয়, যা হয়তো আজীবন মনে গেঁথে থাকে৷
ঠিক সেররমই একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকল মহারাষ্ট্রের নানেঘাট৷ সেখানে পাহাড়ের গা বেয়ে নেমে আসা একটি জলপ্রপাতের জলরাশি নীচের দিকে না নেমে উপরের দিকে উঠতে শুরু করল৷ পাহাড়ি খাদের মধ্যে বৃষ্টির সঙ্গে প্রবল হাওয়ার মেলবন্ধনই এমন বিরল দৃশ্য উপহার দিয়েছে৷ হাওয়ার জোর এতটাই বেশি ছিল যে মাধ্যাকার্ষণের টানকে উপেক্ষা করেই হাওয়ার দাপটে জলরাশি নীচের দিকে না নেমে উপরের দিকে উঠতে শুরু করে৷
আরও পড়ুন: বালককে গিলে খেল কুমির, পেট কেটে বের করার দাবি পরিবারের! শেষমেশ কী হল?
বিরল এই মুহূর্তের ভিডিও ট্যুইটারে পোস্ট করেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা৷ এর পরেই বিপুল ভাইরাল হয় ভিডিওটি৷ প্রকৃতির এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই৷
When the magnitude of wind speed is equal & opposite to the force of gravity. The water fall at its best during that stage in Naneghat of western ghats range. Beauty of Monsoons. pic.twitter.com/lkMfR9uS3R
— Susanta Nanda IFS (@susantananda3) July 10, 2022
রবিবার সুশান্ত নন্দা ভিডিওটি পোস্ট করার পর ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন লক্ষ বার ভিডিওটি দেখা হয়েছে৷ ট্যুইটাের ভিডিও-টিতে ১৬ হাজার লাইক পড়েছে৷
ডেকান মালভূমিতে পশ্চিম ঘাট পর্বলতমালার মধ্যে কোঙ্কান সৈকত এবং জুনার শহরের মধ্যে পড়ে নানেঘাট৷ পর্যটন প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য এটি৷ এক ট্যুইটার ব্যবহারকারী এই জায়গাটিকে 'পৃথিবীর বুকে স্বর্গ' বলে ব্যাখ্যা করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra, Viral Video