#পুনে: পুনের এক ফার্ম হাউসের সিকিউরিটি গার্ডের গায়ে আগুন লাগিয়ে দিল এক অটো চালক। এই ঘটনায় ওই গার্ড ভয়াবহ আহত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ওই অটো চালককেও গ্রেফতার করা হয়েছে।
তবে এই ধরণের কাণ্ড ঘটানোর কারণ কি? পুরনো রাগ থেকেই কি হত্যার চেষ্টা? তদন্তে নেমে চমকে ওঠে পুলিশ। জান গিয়েছে সিকিউরিটি গার্ড শঙ্কর ওয়েফালকর একটি ফার্ম হাউসে ডিউটিতে ছিলেন। তাঁর বয়স ৪১ বছর। সে সময় রাস্তায় একটি দামি গাড়ি দাঁড় করানো ছিল। হঠাৎই ওই রাস্তায় এক অটো চালক আসে। নাম মহেন্দ্র বালি কদম। বয়স ৩১ বছর। সে অটো দাঁড় করিয়ে গাড়ির গায়ে প্রস্রাব করতে শুরু করে। তাঁকে এই কাজ করতে বারণ করে ওই সিকিউরিটি গার্ড। তখন সেই অটো চালক চলে যায়। এর পর ঘণ্টা দুই পরে সে পেট্রোল কিনে নিয়ে আসে। এবং ওই গার্ডের গায়ে ছুঁড়ে মারে ও আগুন জ্বেলে দেয়।
এরপর গার্ডের চিৎকাজ শুনে লোকজন এগিয়ে আসে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং থানায় অভিযোগ জানানো হয়। এর পরই গ্রেফতার হয় ওই অটো চালক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।