#Viral: একদল বাঁদরকে তাড়াতে দু-দু'টি ভাল্লুক, ভিডিও দেখে হয়রান নেটিজেনরা

#Viral: একদল বাঁদরকে তাড়াতে দু-দু'টি ভাল্লুক, ভিডিও দেখে হয়রান নেটিজেনরা
Photo- ANI/ Twitter Video Grab

নেটিজেনরা মজেছেন নয়া এই ভিডিওতে

  • Share this:

#নয়াদিল্লি : মানব সভ্যতা ক্রমশই গ্রাস করেছে জঙ্গল ৷ ফলে জঙ্গলে -র থেকে পশু পাখিরা অনেক সময়েই শহর-গ্রামে ঢুকে আসে ৷ ফলে সাধারণ মানুষ তখন তাদের দ্বারা উত্যক্ত হয়ে পড়েছে ৷ উত্তর ভারতে এই মুহূর্তে মানুষ ও বাঁদর নিয়ে চরম লড়াই চলছে ৷

২ ITBP  আধিকারিক এদিন যা করলেন সেই ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় ৷ উত্তরাখন্ডের মিরথিতে এই ঘটনা ঘটেছে ৷ বাঁদরদের অত্যাচার এতটাই বেড়ে গেছে যে তাদের থেকে বাঁচতে একেবারে ভাল্লুকের সাহায্য নিতে হয়েছে তাকে ৷

 
  ইন্দো- তিব্বত পুলিশ বাঁদরদের থেকে বাঁচতে ভাল্লুকের বেশে তাদের দিকে তেড়ে যেতেই তারা পগারপার ৷ আর এই ভিডিও নিয়ে আলোচনায় সরগরম নেটিজেনরা ৷    
First published: March 10, 2020, 9:16 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर