#বুলন্দশহর: উত্তর ভারতে প্রচণ্ড দাপট দেখাচ্ছে বর্ষা৷ দেশের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি৷ বেশির ভাগ এলাকা এই প্রবল বৃষ্টির দাপটে প্লাবিত৷ প্রচুর মানুষের ঘর-জায়গা-জমি সব ডুবে গেছে৷ উত্তর ভারতের প্রচুর জায়গায় নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে৷ উত্তরপ্রদেশের ১৫ টি জেলা বন্যার কবলে৷ একাধিক জায়গা থেকে ভয়ঙ্কর বন্যার করুণ ছবি সামনে আসছে৷ এরমধ্যে বুলন্দশহরের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷
ভিডিওতে দেখা যাচ্ছে উত্তাল গঙ্গা কীভাবে নিজের গ্রাসে নিয়ে নিল একটি বড় পাকা বাড়ি৷ কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বাড়ি নদীর গ্রাসে চলে গেল৷ প্রকৃতির ধ্বংসলীলার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল৷ দেখে নিন সেই ভিডিও৷
ভিডিওতে রাজঘাট এলাকার ছবি দেখা যাচ্ছে৷ সেখানে একটি বাড়িতে বন্যার ত্রানসামগ্রী সব মজুত করে রাখা হয়েছিল৷ গঙ্গার তীব্র স্রোতে পুরো বাড়িটিই নদীগর্ভে তলিয়ে গেল৷ এই বাড়িটি নদীর পাড়ে ছিল৷ সেই সময় সেই স্থানে যাঁরা ছিলেন তাঁরা ঘটনাটির ভিডিও রেকর্ডিং করেন৷ পরে সেই ভীতিজনক ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷
বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াল হয়ে উঠছে দেখে এলাকার বিধায়ক ২ দিন আগেই ওই জায়গা পরিদর্শন করে এসেছিলেন৷ বন্যায় যাতে দুর্গতদের কোনও অসুবিধা না হয় তা বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী দিয়ে এসেছিলেনা ওই বড় বাড়িটিতে রাখা হয়েছিল৷ কিন্তু হায় কপাল৷ ত্রাণ সামগ্রী মজুদ রাখা বাড়িটিই খোদ নদীর গ্রাসে তলিয়ে যায়৷ সঙ্গে জলে বয়ে যায় প্রচুর রসদ৷ এবার ওই এলাকার কি হবে তা নিয়ে অবশ্য এখনও জেলা আধিকারিকরা কোনও সঠিক পদক্ষেপ নিয়ে উঠতে পারেননি৷