#মুম্বই: হায় শিক্ষা ব্যবস্থা! হায় শিক্ষিত হওয়ার পদ্ধতি ৷ এই মুহূর্তে গোটা দেশে এই ভিডিও হয়েছে ভাইরাল ৷ যা দেখে আতঙ্কিত হয়ে উঠতে হয় ৷ বোর্ডের পরীক্ষার সময় এমন দেদার টোকাটুকি চলল যে দেখলে চোখে জল আসতে বাধ্য ৷ বোর্ডের পরীক্ষা চলার সময় সমস্ত স্কুলেই নিরাপত্তাবেষ্টনী থাকেই ৷ তবুও তাকে থোড়াই কেয়ার ৷ পুলিশের পিঠ-পিছনে যেভাবে টোকাটুকি চলল তা চমকে দিচ্ছে ৷ একদিকে পরীক্ষার্থী দের চিট নেওয়ার দুঃসাহস যেমন চমকে দিচ্ছে, ঠিক তেমনিই চমকে দিচ্ছে যারা পরীক্ষা হলে চিট পৌঁছে দিচ্ছে তাদের দুঃসাহস ৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
#WATCH Maharashtra: People seen climbing the boundary walls and providing chits to students, writing their class X Matriculation examination at Zila Parishad School, Mahagaon in Yavatmal district. (03.03.2020) pic.twitter.com/IqwC4tdhLQ
— ANI (@ANI) March 3, 2020
টোকাটুকির জন্য চিট সাপ্লাই করছিল একদল ছেলে ৷ তারা স্কুলের বিল্ডিংয়ের সরু পাঁচিলের ওপরে উঠেছিল এবং কিছুটা জানালা বেয়ে এগোচ্ছিল। যে কোনও রকম বিপদ আসতে পারত এই ছেলগুলির ৷ পুলিসের হাতে ধরা পড়ার চেয়ে প্রাণের ঝুঁকি কিছু কম ছিল না৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন - কিছুতেই ‘তালাক’ দিতে চাইছিল না স্ত্রী, যৌনাঙ্গে ঢুকিয়ে দিলেন গরম রড!
মহারাষ্ট্রের মহাগাঁও -র জেলা পরিষদের স্কুলে ম্যাট্রিক পরীক্ষার এই ছবি দেখে দেশে শিক্ষার মান নিয়ে শিউড়ে উঠছেন সকলেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Board Examination, Viral Video, ভাইরাল ভিডিও