corona virus btn
corona virus btn
Loading

অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন প্রেগন্যান্ট মহিলা, বাঁচাতে ব্যস্ত প্ল্যাটফর্ম দিয়ে চলল অটো,তারপর যা হল

অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন প্রেগন্যান্ট মহিলা, বাঁচাতে ব্যস্ত প্ল্যাটফর্ম দিয়ে চলল অটো,তারপর যা হল
Photo-ANI/ Twitter Video Grab

দেখে নিন ভাইরাল ভিডিও

  • Share this:

#মুম্বই: দারুণ মানবিক প্রচেষ্টা ৷ অসহ্য প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন এক প্রসূতি মহিলা ৷ তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কর্মব্যস্ত, ভরা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে অটো চালিয়ে মহিলাকে নিয়ে যান হাসপাতালে ৷

অটো ড্রাইভার ছিলেন ৩৪ বছরের  সাগর কমলাকর ৷ দোংরাপদা বিহারের বাসিন্দা এই ড্রাইভার ৷ পুলিশের পক্ষ থেকে জানিয়েছে রবিবার সকালে এই ঘটনা ঘটেছে ৷ সাত মাসের অন্তঃসত্বা মহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা ওঠে ৷ মহিলার স্বামী ট্রেনের বিশেষভাবে সক্ষমদের জন্য কম্পার্টমেন্টে ছিলেন ৷ অতিবৃষ্টির জন্য ট্রেন তখন মুম্বইয়ের স্টেশনে দাঁড়িয়েছিল ৷ সেখানেই প্রিম্যাচিউর প্রসব যন্ত্রণা ওঠে ৷ যন্ত্রণায় ছটফট করছিলেন মহিলা ৷ স্ত্রী-র এই অবস্থা দেখে স্বামী অস্বস্তিতে পরেন ৷ তিনি সবার কাছে সাহায্য চাইতে থাকেন ৷ এতেই একজন অটো নিয়ে আসেন ৷ প্ল্যাটফর্ম দিয়ে অটো চালিয়ে তিনি পৌঁছে যান হাসপাতালে ৷ সেখানে সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷

আরও পড়ুন - ধোনিকে টপকে গেলেন ঋষভ পন্থ!

এই অবধি সব ঠিক থাকলেও এরপরেই খারাপ হয় ওই অটো ড্রাইভারের সঙ্গে ৷ তাঁকে আরপিএফ গ্রেফতার করে আদালতে তোলে ৷ সেখানে জামিন পেলেও তাঁকে আর ভবিষ্যতে এই ঘটনা না ঘটানোর জন্য সতর্কতা দেওয়া হয়েছে ৷

 আরও দেখুন

First published: August 7, 2019, 4:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर