corona virus btn
corona virus btn
Loading

#Viral: সামনে নীল জলের সুইমিং পুল, বিকনি পরে সূর্য প্রণাম সুন্দরীর, TikTok ভিডিও এখন ট্রেন্ডিং

#Viral: সামনে নীল জলের সুইমিং পুল, বিকনি পরে সূর্য প্রণাম সুন্দরীর, TikTok ভিডিও এখন ট্রেন্ডিং
Photo- TikTok Video Grab

সামনে ঠান্ডা জল , সুন্দরী কিন্তু সুপার হট

  • Share this:

#মুম্বই: সোশ্যাল মিডিয়া ছাড়া এই মুহূর্তে জীবনটা অচল ৷ প্রতি মুহূর্তের আপডেট থেকে  শুরু করে সেলিব্রিটি গসিপ সবই একটা ক্লিকেই পাওয়া যায় ৷ ফেসবুকের হাত ধরে যে ভার্চুয়াল দুনিয়ায় পা রাখা হয়েছিল , সেটা ট্যুইটার, ইনস্টাগ্রাম হয়ে এখন এসেছে TikTok এ ৷

এখন এই টিকটকে ভিডিও করেই আপলোড করে দেন বিভিন্ন মানুষ ৷ আর এই সেই ভিডিও যদি দর্শকরা পছন্দ করেন তাহলেই সুপারহিটের তকমা পেয়ে যায় ৷ আর না হলে আপনি ফ্লপ ৷ এরকমই একটা ভিডিও সকলের নজর কেড়ে নিয়েছে ৷ সানা সইদ নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড হয়েছে এই ভিডিও ৷ যেখানে দেখা যাচ্ছে  সামনে সুনীল সুইমিং পুল ৷ আকর্ষণীয় রঙবেরঙয়ের বিকনিতে পুলের পাড়ে দাঁড়িয়ে সুন্দরী ৷ তবে পার্থক্য তিনি পুলে ঝাঁপ দিচ্ছেন না ৷ যে ঢঙে সূর্য প্রণাম করা হয় ঠিক সেই ঢঙেই তিনি হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরী ৷

এই ভিডিওতে মন মজেছে দর্শকদের ৷ লক্ষাধিক ভিউ থেকে শুরু করে হাজার হাজার কমেন্ট ও হাজার হাজার শেয়ারে ভাইরাল এখন এই টিকটক ভিডিও ৷

আরও দেখুন

First published: October 5, 2019, 11:40 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर