corona virus btn
corona virus btn
Loading

#TiktokVideo: মোবাইলে বুঁদ স্বামী, মাংস দিতে দিতে স্ত্রী যা করলেন...

#TiktokVideo: মোবাইলে বুঁদ স্বামী, মাংস দিতে দিতে স্ত্রী যা করলেন...
Photo- Tiktok Video Grab

দেশের এ কী অবস্থা....

  • Share this:

#বেঙ্গালুরু:  মোবাইল এই শব্দটা বললেই একসঙ্গে অনেকগুলো কথা মনে এসে যায় ৷ কারোর কারোর কাছে যোগাযোগের জন্য এটা গুরুত্বপূর্ণ মাধ্যম , কারোর কাছে আবার বিনোদনের আকর ৷ মূলত তরুণ প্রজন্মই এই মোবাইলের নেশায় বুঁদ হয়ে যায় এমনটাই অভিযোগ করেন প্রবীণরা ৷

কিন্তু Tiktok -র এক ভিডিও সমস্ত প্রচলিত ধারণা ভেঙে দিচ্ছে , আর তাই ভিডিও আপলোড হওয়া মাত্রই ভাইরাল ৷ সেলভাম মীনা নামের Tiktok হ্যান্ডেল থেকে আপলোড হয়েছে এই ভিডিওটি ৷ এই পেজে ফলোয়ারের সংখ্যা সাড়ে ছয় লক্ষেরও বেশি ৷ আর সব ভিডিও মিলে লাইকের সংখ্যা সাড়ে সাত লক্ষেরও বেশি ৷

আরও পড়ুন - রক্তচাপ বৃদ্ধির ভয়ে বাদ দিয়েছেন ডিমের কুসুম, নিজেদের বড় ক্ষতি করছেন পুরুষরা!

এই ভিডিওটি এই হ্যান্ডেল ওঠা মাত্রই হুড়হুড়িয়ে লাইকের সংখ্যা বেড়েছে৷ এই ভিডিওটিতে লাইক রয়েছে পাঁচ লক্ষের কাছাকাছি ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন মধ্যবয়স্ক পুরুষ বাড়িতে বসে খাবার খাচ্ছেন ৷ তাঁকে খাবার পরিবেশন করছেন এক মহিলা ৷ আর ভদ্রলোক প্লেট থেকে খেতে খেতে এক হাতে মোবাইল ধরে রয়েছেন ৷ এক মুহূর্তের জন্যেও তাঁর চোখ সরছে না সেই মোবাইল স্ক্রিন থেকে ৷ এদিকে খাবার পরিবেশন করবেন যে মহিলা তিনি বিরক্ত হয়ে মাংস দেওয়া থামিয়ে দিলেন উল্টে ওই ব্যক্তির খাবার ভর্তি পাতটা সরিয়ে একটা ফাঁকা থালা তাঁর সামনে দিয়ে দিলেন ৷

আরও দেখুন
First published: November 23, 2019, 10:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर