#Viral: একদল সুন্দর মহিলার নাচ, Tiktok -র ভিডিও জনপ্রিয়তা চমকে দিচ্ছে

#Viral: একদল সুন্দর মহিলার নাচ, Tiktok -র ভিডিও জনপ্রিয়তা চমকে দিচ্ছে
Photo Courtesy- Tiktok / Video Grab

আর ট্রেন্ডিং মানেই সংবাদমাধ্যমেও তার জায়গা

  • Share this:

#নয়াদিল্লি : ভার্চুয়াল দুনিয়ার স্টারদের চেনেন? কী বললেন তাদের আবার চেনা যায় নাকি, সেখানে তো সবাই স্টার ৷ কারো কারো কপালে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, কারো আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলামাত্র ফলোয়ারের সংখ্যা বাড়ছে হুহু করে ৷

আর ট্রেন্ডিং মানেই সংবাদমাধ্যমেও তার জায়গা ৷ এরকমই এক একটা সোশ্যাল মিডিয়ায় Tiktok ভিডিও-তে প্রতি সপ্তাহে ট্রেন্ডিং ভিডিওর লিস্ট বদলে যায় ৷ সামতা সন্দীপ রাজপুত নামের একটি সোশ্যাল হ্যান্ডেল এই  মুহূর্তে টিকটকের একটি জনপ্রিয় হ্যান্ডেল ৷ এই হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা ৪২ হাজারের বেশি ৷

এই হ্যান্ডেলেই একটি জনপ্রিয় গানে নাচতে দেখা গেছে একদল ভারতীয় মহিলাকে ৷ একদম ট্র্যাডাশানাল সাজে নিজেদের সাজিয়ে নাচগান করতে ব্যস্ত তাঁরা ৷

  আরও দেখুন  
First published: October 24, 2019, 7:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर