• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • শহরে পৌঁছতে দেওয়া হবে না দুধ! রাস্তা দিয়ে নদীর মতো বইল লিটার লিটার দুধ, ভিডিও ভাইরাল

শহরে পৌঁছতে দেওয়া হবে না দুধ! রাস্তা দিয়ে নদীর মতো বইল লিটার লিটার দুধ, ভিডিও ভাইরাল

Photo Courtesy- ANI/ Twitter Video Grab

Photo Courtesy- ANI/ Twitter Video Grab

রাস্তা দিয়ে গলগল করে স্রোতের মতো বয়ে যাচ্ছে দুধ ৷

 • Share this:

  #মুম্বই: করোনা ভাইরাস সংক্রমণের জেরে একদিকে জীবন অতিষ্ঠ ৷ সারা দেশের মধ্যে সর্বাধিক সংক্রমিত মহারাষ্ট্র আর তার মধ্যে সংক্রমণের দাপট অত্যন্ত বেশি মুম্বইতে ৷ এর মধ্যে আবার সেখানে নতুন সমস্যা দুধের সরবরাহ ঘিরে৷

  মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার দুধ প্রস্তুতকারক সংস্থার দাবি ২৫ টাকা লিটারে তারা দুধ বিক্রি করবে ৷ এই নিয়ে জুলাইয়ের ১৬ তারিখ থেকে তাদের কর্মচারীরা বিক্ষোভ ও অবস্থান শুরু করেছে ৷ এবার তাদের বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করে নিল ৷ তারা মুম্বই শহরের জন্য বরাদ্দ দুধের সাপ্লাই নষ্ট করে দিচ্ছে ৷ এর জন্য তারা রাস্তায় প্যাকেট প্যাকেট ফেলে নষ্ট করছে ৷ কোথাও আবার দুধের ট্যাঙ্ক খুলে দুধ নদীর মতো বইয়ে দিচ্ছে৷ কীভাবে লিটার লিটার দুধ নষ্ট হচ্ছে, দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷

  প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এই কর্মচারীদের সংগঠনের দাবি, দুধ উৎপাদক সংস্থার কৃষকদের জন্য ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হোক ৷

  Published by:Debalina Datta
  First published: