#মুম্বই: করোনা ভাইরাস সংক্রমণের জেরে একদিকে জীবন অতিষ্ঠ ৷ সারা দেশের মধ্যে সর্বাধিক সংক্রমিত মহারাষ্ট্র আর তার মধ্যে সংক্রমণের দাপট অত্যন্ত বেশি মুম্বইতে ৷ এর মধ্যে আবার সেখানে নতুন সমস্যা দুধের সরবরাহ ঘিরে৷
মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার দুধ প্রস্তুতকারক সংস্থার দাবি ২৫ টাকা লিটারে তারা দুধ বিক্রি করবে ৷ এই নিয়ে জুলাইয়ের ১৬ তারিখ থেকে তাদের কর্মচারীরা বিক্ষোভ ও অবস্থান শুরু করেছে ৷ এবার তাদের বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করে নিল ৷ তারা মুম্বই শহরের জন্য বরাদ্দ দুধের সাপ্লাই নষ্ট করে দিচ্ছে ৷ এর জন্য তারা রাস্তায় প্যাকেট প্যাকেট ফেলে নষ্ট করছে ৷ কোথাও আবার দুধের ট্যাঙ্ক খুলে দুধ নদীর মতো বইয়ে দিচ্ছে৷ কীভাবে লিটার লিটার দুধ নষ্ট হচ্ছে, দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷
#WATCH Workers of Swabhimani Shetkari Sangathna spill milk on the streets of Sangli as a mark of protest. The organisation is demanding Rs 25 per litre as the minimum rate of cow milk, among others. #Maharashtra pic.twitter.com/0GSq9fb1aT
— ANI (@ANI) July 21, 2020
প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এই কর্মচারীদের সংগঠনের দাবি, দুধ উৎপাদক সংস্থার কৃষকদের জন্য ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হোক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Milk, Mumbai, Viral Video