#লন্ডন: নামীদামি হোটেলের কর্মীরা অতিথিদের মাথায় তুলে রাখে ঠিকই, সবসময় সবরকম পরিষেবা নিয়ে হাজির, শুধু কী চাই বলার অপেক্ষা! কিন্তু একবার ভাবুন, অতিথি যদি ভেঁড়া হয় তবে? কী করবে হোটেল? হোঁচট খেলেন তো? নিশ্চয়ই ভাবছেন খামোখা ভেঁড়া কেন হোটেলে যাবে? কিন্তু বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে! নর্থ ওয়েলস-এর হোলিল্যান্ডের নামজাদা হোলিহেড হোটেলে অতিথি হিসাবে ঢুঁ মারলেন ভেঁড়া মশাই! বলাই বাহুল্য, এহেন অতিথিকে দেখে চোখ কপালে হোটেলের কর্মীদের।
ডেইলি মেইলের রিপোর্ট বলছে, তখন হোটেলে রীতিমত ব্যস্ততা! আচমকাই কর্মীরা দেখেন হোটেলের লবিতে বিন্দাস মুডে ঘুরে বেড়াচ্ছে একটি ভেঁড়া। অতিথি বলে কথা, তা সে নাহয় ভেঁড়াই হল! কর্মীরা তাকে আদর করে নাম দিলেন সিডনি। ভেঁড়াটি হোটেলের ইলেকট্রিক দরজা দিয়ে লবিতে ঢুকে পড়ে হেলতেদুলতে হাঁটতে হাঁটতে সোজা হাজির লিফটের সামনে! সিসি ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়ে, তা দেখে মনে হবে, লিফটের জন্য অপেক্ষা করছে ভেঁড়া বাবাজি। হোটেলের ডিউটি ম্যানেজার জানান, '' দৃশ্যটা দেখে মনে হবে যেন কোনও উদ্ভট স্বপ্ন। গোটা লন্ডনের কোনও হোটেল এর আগে এরকম অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকেনি।''