corona virus btn
corona virus btn
Loading

দুই ছেলেকে নিজের কাছ থেকে তাড়িয়ে দিল ‘বাঘ মা’, দেখুন আবেগপ্রবণ ভাইরাল ভিডিও

দুই ছেলেকে নিজের কাছ থেকে তাড়িয়ে দিল ‘বাঘ মা’, দেখুন আবেগপ্রবণ ভাইরাল ভিডিও
Phoro Courtesy- Twitter/ Video Grab

মা ও সন্তানের বন্ধন অনন্য ও অনবদ্য, তবে জঙ্গলের নিয়ম সব সময়েই আলাদা

  • Share this:

#দেরাদুন : মা হন তো এমন ৷ মানুষের জীবনে সমাজের নিয়ম একরকম আর জঙ্গলের নিয়ম আলাদা ৷ জঙ্গলের নিয়ম অনেক বেশি কড়া অনেক বেশি বাস্তব ৷ সেখানও মা ও সন্তানের বন্ধনের গভীরতা অনস্বীকার্য ৷ বড় মিষ্টি সেই বন্ধন ৷ মানুষের সমাজে সন্তান চিরজীবন বাবা-মায়ের সঙ্গে থেকে যায় এটাই রীতি ৷ আর এটাই ঠিক উল্টো বন্য জীবনে ৷ সেখানে একটা বয়সের পর মা নিজের সন্তানকে দূর করে দেন , বড় হয়ে ওঠার পথে এগিয়ে দেন ৷ শিখিয়ে দেন লড়াইয়ের সব নীতি আর সেটা মেনেই সেই সন্তানও জঙ্গলের রাজত্বে নিজের জায়গা করে নেয় ৷

এই ভিডিওতে দেখা যাচ্ছে মা বাঘ কীভাবে নিজের ১৮ মাসের দুই পুত্র সন্তানকে নিজের থেকে দূর করে দিচ্ছেন ৷ তারা কেউ মাকে ছেড়ে যেতে চাইছে না , কিন্তু মা বাঘ বকে ধমকে নিজের থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে যাতে তারা নিজেদের রাজত্ব গড়ে তুলতে পারে ৷ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই দুরন্ত গতিতে ভাইরাল ৷ সুশান্ত নন্দা আইএফএস নামের একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার হয়েছে এই ভিডিওটি ৷ যেখানে ট্যাগলাইনে ঘটনাটির বিবরণ দেওয়া হয়েছে ৷ আড়াই বছর অবধি অনেক বাঘ মা নিজেদের সন্তানকে কাছে রাখে এখানে অবশ্য আঠারো মাসের সন্তানকেই সরিয়ে দিচ্ছে সে ৷ এটা দক্ষিণের এক জঙ্গলের ভিডিও ৷

দেখে নিন সেই বিরল মুহূর্তের ভিডিও

ভিডিওটি ৩০ সেকেন্ডের ৷ যেখানে মা বাধ তার দুই সন্তানকে বকা দিচ্ছে ৷ ভিডিওতে দেখা যাচ্চে বারবার বাঘ ছানার তাদের মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মা বকা দিয়েই চলেছে ৷ কারণ ১৮ মাসের মধ্যেই জঙ্গলের সব নিয়ম শিখে গেছে ৷ এই ভিডিও ট্যুইটারে আসার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল ৷ মানুষ আবার প্রশ্ন করেছেন যে এই বাঘ শিশুরা কী পাঁচ বছর বাদে মায়ের সঙ্গে দেখা হলে মা কে চিনতে পারে ৷ এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন হ্যাঁ নিশ্চিতভাবেই চিনতে পারে এবং তারা সঙ্গমও করতে পারে সে সময় ৷

Published by: Debalina Datta
First published: February 18, 2020, 10:20 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर