Home /News /national /
দুই ছেলেকে নিজের কাছ থেকে তাড়িয়ে দিল ‘বাঘ মা’, দেখুন আবেগপ্রবণ ভাইরাল ভিডিও

দুই ছেলেকে নিজের কাছ থেকে তাড়িয়ে দিল ‘বাঘ মা’, দেখুন আবেগপ্রবণ ভাইরাল ভিডিও

Phoro Courtesy- Twitter/ Video Grab

Phoro Courtesy- Twitter/ Video Grab

মা ও সন্তানের বন্ধন অনন্য ও অনবদ্য, তবে জঙ্গলের নিয়ম সব সময়েই আলাদা

 • Share this:

  #দেরাদুন : মা হন তো এমন ৷ মানুষের জীবনে সমাজের নিয়ম একরকম আর জঙ্গলের নিয়ম আলাদা ৷ জঙ্গলের নিয়ম অনেক বেশি কড়া অনেক বেশি বাস্তব ৷ সেখানও মা ও সন্তানের বন্ধনের গভীরতা অনস্বীকার্য ৷ বড় মিষ্টি সেই বন্ধন ৷ মানুষের সমাজে সন্তান চিরজীবন বাবা-মায়ের সঙ্গে থেকে যায় এটাই রীতি ৷ আর এটাই ঠিক উল্টো বন্য জীবনে ৷ সেখানে একটা বয়সের পর মা নিজের সন্তানকে দূর করে দেন , বড় হয়ে ওঠার পথে এগিয়ে দেন ৷ শিখিয়ে দেন লড়াইয়ের সব নীতি আর সেটা মেনেই সেই সন্তানও জঙ্গলের রাজত্বে নিজের জায়গা করে নেয় ৷

  এই ভিডিওতে দেখা যাচ্ছে মা বাঘ কীভাবে নিজের ১৮ মাসের দুই পুত্র সন্তানকে নিজের থেকে দূর করে দিচ্ছেন ৷ তারা কেউ মাকে ছেড়ে যেতে চাইছে না , কিন্তু মা বাঘ বকে ধমকে নিজের থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে যাতে তারা নিজেদের রাজত্ব গড়ে তুলতে পারে ৷ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই দুরন্ত গতিতে ভাইরাল ৷ সুশান্ত নন্দা আইএফএস নামের একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার হয়েছে এই ভিডিওটি ৷ যেখানে ট্যাগলাইনে ঘটনাটির বিবরণ দেওয়া হয়েছে ৷ আড়াই বছর অবধি অনেক বাঘ মা নিজেদের সন্তানকে কাছে রাখে এখানে অবশ্য আঠারো মাসের সন্তানকেই সরিয়ে দিচ্ছে সে ৷ এটা দক্ষিণের এক জঙ্গলের ভিডিও ৷

  দেখে নিন সেই বিরল মুহূর্তের ভিডিও

  ভিডিওটি ৩০ সেকেন্ডের ৷ যেখানে মা বাধ তার দুই সন্তানকে বকা দিচ্ছে ৷ ভিডিওতে দেখা যাচ্চে বারবার বাঘ ছানার তাদের মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মা বকা দিয়েই চলেছে ৷ কারণ ১৮ মাসের মধ্যেই জঙ্গলের সব নিয়ম শিখে গেছে ৷ এই ভিডিও ট্যুইটারে আসার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল ৷ মানুষ আবার প্রশ্ন করেছেন যে এই বাঘ শিশুরা কী পাঁচ বছর বাদে মায়ের সঙ্গে দেখা হলে মা কে চিনতে পারে ৷ এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন হ্যাঁ নিশ্চিতভাবেই চিনতে পারে এবং তারা সঙ্গমও করতে পারে সে সময় ৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Tiger, Viral Video, বাঘ, ভাইরাল ভিডিও

  পরবর্তী খবর