বেঙ্গালুরু: আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন৷ তার আগে, আজ, ৭ মেই ছিল শেষ রবির প্রচার৷ তাই মোদি থেকে শাহ, এদিকে রাহুল গান্ধিও, কর্ণাটকে আজ ছিল হেভিওয়েটদের মেলা৷ বেঙ্গালুরুতে আজ প্রায় ১০ কিলোমিটার রোড শোয়ে যোগ দিয়েছিলেন মোদি৷ জমাটি সেই রোড শো ঘিরে সমর্থকদের উন্মাদনা এবং উচ্ছ্বাসও ছিল চোখেপড়ার মতো৷ ফুলে ঢাকা রাজপথে ধীরে ধীরে এগোচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়৷ তারপরে বক্তৃতা৷ কর্ণাটকে এদিন সভা করেন অমিত শাহ-ও৷
কিন্তু, পদ্মশবিরের এত জাঁকজমকের ভিড় থাকলেও, একেবারে নিজস্ব ঢঙে দেখা গেল কংগ্রেসের রাহুল গান্ধিকেও৷ এদিন এক অদ্ভুত সারপ্রাইড অপেক্ষা করছিল বেঙ্গালুরুর কংগ্রেস সমর্থকদের জন্য৷
এদিন বেঙ্গালুরুর ফুড ডেলিভারি বয়-দের সঙ্গে বেশ অনেকক্ষণ কাটান রাহুল গান্ধি৷ তাঁদের সঙ্গে এক টেবিলে বসে খাবারও খান৷ তবে তারপরেই ছিল চমক৷
.@RahulGandhi ji had a candid conversation with gig workers and delivery partners of Dunzo, Swiggy, Zomato, Blinkit etc at the iconic Airlines Hotel in Bengaluru, today.
Over a cup of coffee and masala dosa, they discussed the lives of delivery workers, lack of stable employment… pic.twitter.com/qYjY7L03sh
— Congress (@INCIndia) May 7, 2023
হঠাৎ করেই স্কুটারের একটি হেলমেট মাথায় পরে নেন রাহুল গান্ধি৷ তারপরে বসে পড়েন এক ডেলিভারি বয়ের স্কুটারের পিছনে৷ তারপর সেই স্কুটারে করেই সমর্থকদের মাঝখান দিয়ে এগিয়ে যান রাহুল৷
আরও পড়ুন: ফুলে ফুলে ঢাকা রাজপথে জমজমাট রোড শো! ভোটের কর্ণাটকে মোদির নিশানায় সেই গান্ধিরাই
পথে একটি ছেলের কাছেও দাঁড়ান৷ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছেলেটি কাঁদছিল৷ রাহুল তাঁকে সান্ত্বনা দেন৷ জানা গিয়েছে, প্রায় ২ কিলোমিটার ওই স্কুটারে সওয়ার হয়ে নিজের হোটেলে পৌঁছেছিলেন রাহুল৷
এই সংক্রান্ত গোটা ভিডিও এবং একাধিক ছবিই শেয়ার করা হয়েছে কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে৷
তবে এই প্রথম নয়, এর আগেও সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে রাহুলকে৷ গত মার্চ মাসেই তিনি পুরনো দিল্লির মার্কেটে একাধিক খাবারের দোকানে ঘুরে ঘুরে খাবার খেয়েছিলেন৷ গত শুক্রবার হঠাৎ করেই হাজির হয়ে গিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের বয়েজ হস্টেলে৷ ছাত্রদের সঙ্গে বসে তাদের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেছিলেন তিনি৷ ছাত্রদের সঙ্গে বসে দুপুরের খাবারও খেয়েছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karnataka, Rahul Gandhi