• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ডিউটিতে থাকাকালীন বার ডান্সারের সঙ্গে অশ্লীল নাচে মত্ত পুলিশকর্মী

ডিউটিতে থাকাকালীন বার ডান্সারের সঙ্গে অশ্লীল নাচে মত্ত পুলিশকর্মী

Policeman showers money at bar dancer

Policeman showers money at bar dancer

বার ডান্সারদের নাচ গান। উড়ল টাকা। দেদার খাওয়া-দাওয়া। ফের একবার পুলিশের অস্বস্তি বাড়ালেন এক কনস্টেবল।

 • Share this:

  #লখনউ: বার ডান্সারদের নাচ গান। উড়ল টাকা। দেদার খাওয়া-দাওয়া। ফের একবার পুলিশের অস্বস্তি বাড়ালেন এক কনস্টেবল। সম্প্রতি বার ড্যান্সারের সঙ্গে পুলিশ কনস্টেবলের অশ্লীলের নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ গোন্ডা জেলার ধানেপুরের পুলিশ কনস্টেবলের এই কীর্তি দেখে অস্বস্তিতে পুলিশ ৷

  ভিডিওতে দেখা গিয়েছে, এক পুলিশ কনস্টেবল লাল পোশাক পরা এক বার ড্যান্সারের সঙ্গে অশ্লীল নাচে মত্ত ৷ একই সঙ্গে তার উপর টাকা ছড়াতে দেখা গিয়েছে তাকে ৷ তবে কে ওই কনসটেবল ও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷

  First published: