#কলকাতা: খেলা হবে’ স্লোগান ঝড় তুলেছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। তৃণমূলের সেই স্লোগানেই এ বার বাজিমাত করতে চায় সমাজবাদী পার্টি। বাংলার স্লোগানকে নিয়ে উত্তরপ্রদেশে চলে গেল সমাজবাদী পার্টি । রাজ্যের বাসিন্দাদের বোঝার সুবিধার জন্য একটু পরিবর্তন করে ‘খেলা হই’ স্লোগান বানালো তারা। এই স্লোগানকে হাতিয়ার করেই ২০২২-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন মুলায়ম পুত্র অখিলেশ যাদব।
‘খেলা হবে’ স্লোগান তুলে ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল তৃণমূল কংগ্রেস। নিয়ম করে প্রতিটি জনসভায় মমতা বন্দোপাধ্যায় বলেছেন 'খেলা হবে'। যা আবার পরিচিত হয়ে গিয়েছিল 'ভাঙা পায়ে খেলা হবে।'২০২১ সালে বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর দেখানো পথে হেঁটেই এ বার বিজেপি-র বিরুদ্ধে উত্তরপ্রদেশে কোমর বেঁধে নামতে চলেছেন অখিলেশ যাদব। তাই তৃণমূলের ‘গুডলাক’ স্লোগান ‘খেলা হবে’-র ধাঁচেই ‘আব ইউপি মে খেলা হই’ (এ বার খেলা হবে ইউপি-তে) স্লোগান নিয়ে ময়দানে নামতে চলেছে সাইকেল। ইতিমধ্যেই কানপুরে এই স্লোগান দিয়ে হোর্ডিংও টাঙানো হয়েছে। উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই দেওয়াল লিখন হয়ে গেছে।
আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলাফলের পর এ বার রাজ্যের শাসনক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপাতে চলেছে অখিলেশ শিবির। সমাজবাদী পার্টির নেতা জানিয়েছেন, যোগী আদিত্যনাথের সরকারকে এবার বড়সড় চ্যালেঞ্জে ফেলতে প্রস্তুত তাঁর দল। তাই ভোটের ১০ মাস বাকি থাকতেই দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বাংলা থেকে নিয়ে এসেছেন তৃণমূলের স্লোগান।
কানপুরে সমাজবাদী দলের নেতা ইমরান জানিয়েছেন, “আমরা এই স্লোগান লেখা হোর্ডিং কানপুর শহরে ছড়িয়ে দিয়েছি। কারণ খেলাটা শুরু হবে এখান থেকেই। বাংলায় বিজেপি যে ধরনের ভাষা ব্যবহার করে যে ফল পেয়েছে, উত্তরপ্রদেশের নির্বাচনও তাঁদের একই রাস্তা দেখাবে।”সমাজবাদী পার্টির এই স্লোগান দেখে খুশি বাংলার তৃণমূল শিবির। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, "অখিলেশ যাদব উত্তরপ্রদেশে বাংলা মডেল আনছেন। তাই সেখানেও খেলা হবে। বিজেপির বিরুদ্ধে ২০২৪ সালের আগে সব জায়গায় খেলা হবে। বাংলার খেলাকে আমরাও উত্তরপ্রদেশে নিয়ে যেতে চাইব।"
‘খেলা হবে’ স্লোগান দিয়ে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। জয়ও পেয়েছেন। অখিলেশের ‘খেলা হই’ স্লোগান কি এসপি-র জয়ধ্বজা ওড়াতে পারবে উত্তরপ্রদেশে, সেটা সময়ই বলবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19