#রায়পুর: মাওবাদী অধ্যুষিত এলাকায় কড়া নিরাপত্তার মাধ্যমে শেষ হল প্রথম দফার ভোটগ্রহণ পর্ব ছত্তীসগড়ে ৷ মাও অধ্যুষিত এলাকায় ভোটগ্রহণ হওয়া স্বত্ত্বেও ৭০% ভোটগ্রহণ ৷ হামলার ভয় এড়িয়েই বুথে গিয়ে ভোট দিয়েছেন সাধারণ মানুষ ৷ তবে, কী রাজনীতির সমীকরণটা কিছুটা হলেও বদলাবে ? সেটা অবশ্য সময়ই বলবে ৷
গত দু’দিনে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে ছত্তীসগড় ৷ মাওবাদী হামলা, একাধিক আইইডি বিস্ফোরণ, রাজনৈতিক উত্তাপ ৷ সবমিলিয়ে ৭০% ভোট পড়েছে ভোটবাক্সে ৷
মাও হামলার জেরে যাতে ব্যাঘাত না ঘটে নির্বাচন প্রক্রিয়ায় ৷ তার জন্য নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ৩৯৬টি ৷ মোতায়েন করা হয়েছিল ১ লক্ষ নিরাপত্তাকর্মী ৷ কিন্তু তা স্বত্ত্বেও নির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই আইইডি বিস্ফোরণে কেঁপে ওঠে বেশ কয়েকটি জেলা ৷
ভোট দিলে কেটে নেওয়া হবে আঙুল, এমনই হুমকি ছিল মাওবাদীদের ৷ সেই হুমকি উপেক্ষা করেই ভোট দিলেন দান্তেওয়াড়ার বাসিন্দারা ৷ পাশাপাশি দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল চিত্রসাংবাদিক অচ্যুতানন্দ সাহুর । সেই ছবি দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ। সেই দান্তেওয়াড়াতেই ভোটের দিন দেখা গেল অন্য চিত্র। দান্তেওয়াড়াতে ভোট পড়েছে ৪৯% ৷
ভোটের দিন সকালেও উত্তপ্ত হয়ে ওঠে বীজাপুর ৷ মাওবাদী- নিরাপত্তারক্ষী সংঘর্ষে আহত ২ কোবরা জওয়ান ৷ আজ সকালে কাঙ্কের ও দান্তেওয়াড়ায় জোড়া বিস্ফোরণ হয়েছে । কাঙ্কেরেতেও ভোট পড়েছে ৬২% ৷
অন্যান্য জেলার উপরও যদি নজর রাখা যায়, তাহলে দেখা যাবে কোঁড়াগাঁও-তে ভোট পড়েছে ৬১.৪৭% ৷ কেশকালে ৬৩.৫১% ৷ বস্তারে ভোট পড়েছে ৫৮% ৷ খৈড়াগড় ৬০.৫% ৷ দনগড়গড় ৬৪% খুজ্জি ৬৫.৫% ৷
প্রসঙ্গত, ভয়-হুমকি উপেক্ষা করেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সাধারণ মানুষ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattisgarh, Chhattisgarh 1st Phase Election 2018, India Assembly Election 2018