হোম /খবর /দেশ /
CCTV Footage: শেষমুহূর্তে ব্রেক কষে বৃদ্ধের প্রাণ বাঁচালেন ট্রেন চালক !

Vithalwadi Station CCTV Footage: রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ট্রেন চালক শেষমুহূর্তে ব্রেক কষায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ!

CCTV Footage

CCTV Footage

ট্রেন থামার পর যাত্রীরাই নেমে বৃদ্ধকে রেললাইনের ধার থেকে টেনে তুলে বসান ৷ সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটা দেখে চমকে উঠেছেন প্রত্যেকেই ৷

  • Last Updated :
  • Share this:

কল্যাণ, মহারাষ্ট্র: দীর্ঘদিন ধরেই অসুস্থতায ভুগছিলেন ৭৯ বছরের বৃদ্ধ রাজন সিআর ৷ আর কষ্ট সহ্য করতে না পেরে রেললাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন বৃদ্ধ ৷ কিন্তু কপালে মৃত্যু লেখা না থাকলে যা হয় ৷ ট্রেন একেবারে কাছাকাছি এসে গেলেও মোটরম্যানের তৎপরতায় শেষপর্যন্ত প্রাণে বেঁচে গেলেন ওই বৃদ্ধ ৷

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিতলওয়াড়ি রেলওয়ে স্টেশনে ৷ জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম দীনদয়াল ভানুশালী ৷ তিনি মহারাষ্ট্রের কল্যাণের কেটমানিভালি এলাকার বাসিন্দা ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি ৷ আর কষ্ট সহ্য করতে না পেরে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন বৃদ্ধ ৷ শেষপর্যন্ত অল্পের জন্য প্রাণে বেঁচে যান দীনদয়াল ৷

ট্রেন থামার পর যাত্রীরাই নেমে বৃদ্ধকে রেললাইনের ধার থেকে টেনে তুলে বসান ৷ সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটা দেখে চমকে উঠেছেন প্রত্যেকেই ৷ ট্রেনের চালক ঠিক সময়ে এমার্জেন্সি ব্রেক কষে বৃদ্ধের প্রাণ বাঁচান ৷ ট্রেন তখন সবে স্টেশনে ঢুকছিল ৷ ওই সময় ট্রেন হঠাৎ করে থামানোটা অত্যন্ত কঠিন হয় যে কোনও চালকদের কাছেই ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: CCTV Footage, Maharashtra