হোম /খবর /দেশ /
‘বিশাখাপত্তনম হল অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী’ , দিল্লিতে ঘোষণা জগন রেড্ডির

Andhra Pradesh New Capital: ‘বিশাখাপত্তনম হল অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী’ , দিল্লিতে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি

Andhra Pradesh New Capital: সেখানে তিনি বলেন, আমি আপনাদের বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাই৷ আগামী দিনে এই শহরই অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে গড়ে উঠবে৷

  • Share this:

নয়াদিল্লি: বদলে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের রাজধানী৷ এ বার বিশাখাপত্তনমকে সে রাজ্যের রাজধানী হিসাবে ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি৷ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক অ্যালায়েন্সের সভায় মঙ্গলবার এই ঘোষণা করেন তিনি৷

সেখানে তিনি বলেন, ‘‘আমি আপনাদের বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাই৷ আগামী দিনে এই শহরই অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে গড়ে উঠবে৷ আমি নিজেও বিশাখাপত্তনমে স্থানান্তর করছি৷ কয়েকমাসের মধ্যেই সেখােন চলে যাব৷’’

আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা

আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?

পাশাপাশি তিনি সেখানে বিনিয়োগকারীদেরও আমন্ত্রণ জানান৷ বলেন, ‘‘আমরা বিশাখাপত্তনমে আগামী ৩ ও ৪ মার্চ একটি গ্লোবাল ইনভেস্টার সামিট আয়োজন করতে চলেছি৷ আমি আপনাদের সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ শুধু জানাচ্ছি না, পাশাপাশি বিশ্বের অন্য উদ্যোগপতিদেরও সেখানে উপস্থিত থাকতে অনুরোধ করার আবেদন জানাচ্ছি৷ আপনারা উপস্থিত হলে বুঝতে পারবেন, আমাদের রাজ্য কতটা শিল্পবন্ধু ও কত সহজে সেখানে বাণিজ্য করা সম্ভব৷’’

বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী৷ হাজার বিতর্কের মধ্যে গত নভেম্বরের জগন রেড্ডি সরকার AP Decentralization and Inclusive Development of All Regions Act, 2020 নামে বিশেষ আইনটি প্রত্যাহার করে নেয়৷

সেখানে বিশাখাপত্তনমকে এক্সিকিউটিভ ক্যাপিটাল, অমরাবতীকে লেগিসলেটিভ ক্যাপিটাল ও কুর্নুলকে জুডিশিয়াল ক্যাপিটাল হিসাবে ঘোষণা করার কথা ছিল৷ তবে বর্তমান ঘোষণায় সেই পরিকল্পনা বাতিল বলেই পরিগণিত হচ্ছে৷

Published by:Uddalak B
First published:

Tags: Andhra Pradesh