#নয়াদিল্লি:সালটা ১৯৯৯, ২৬ জুলাই ৷ আজ থেকে ঠিক ২১ বছর আগে ভারতীয় সেনারা জয় করেছিল কার্গিল যুদ্ধ ৷ এই দিনটিকে গর্বের সঙ্গে স্মরণ করার জন্য প্রত্যেক বছরই ২৬ জুলাই গোটা দেশ জুড়ে পালন করা হয় কার্গিল দিবস #CourageInKargil ৷ তবে করোনা আবহে এবারের কার্গিল দিবস উদযাপনটা একেবারেই অন্যরকম ৷ অন্যবারের মতো না কোনও অনুষ্ঠান, না কোনও বিশেষ প্যারেড ৷
করোনা মোকাবিলায় সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে তাই এবারে কার্গিল দিবস উদযাপন একেবারেই ভার্চুয়াল ৷ হ্যাঁ, এরকমই এক অভিনব উদ্যোগ নিল দিল্লির সিলেক্ট সিটি শপিং মল ৷ যেখানে গত শুক্রবার থেকেই ভার্চুয়াল শুরু হল কার্গিল নায়কদের শ্রদ্ধা জ্ঞাপন ৷
এই শপিং মল তাঁদের ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন কার্গিল যোদ্ধাদের তাঁর পরিবারকে লেখা চিঠি ৷ সঙ্গে বিশেষ ভিডিওতে ফুটে উঠবে তাঁদের লড়াইয়ের কথাও ৷ রয়েছে সাধারণ মানুষদের জন্য বিশেষ প্রতিযোগিতা ৷