#নয়াদিল্লি: সালটা ১৯৯৯, ২৬ জুলাই ৷ আজ থেকে ঠিক ২১ বছর আগে ভারতীয় সেনারা জয় করেছিল কার্গিল যুদ্ধ ৷ এই দিনটিকে গর্বের সঙ্গে স্মরণ করার জন্য প্রত্যেক বছরই ২৬ জুলাই গোটা দেশ জুড়ে পালন করা হয় কার্গিল দিবস #CourageInKargil ৷ তবে করোনা আবহে এবারের কার্গিল দিবস উদযাপনটা একেবারেই অন্যরকম ৷ অন্যবারের মতো না কোনও অনুষ্ঠান, না কোনও বিশেষ প্যারেড ৷
করোনা মোকাবিলায় সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে তাই এবারে কার্গিল দিবস উদযাপন একেবারেই ভার্চুয়াল ৷ হ্যাঁ, এরকমই এক অভিনব উদ্যোগ নিল দিল্লির সিলেক্ট সিটি শপিং মল ৷ যেখানে গত শুক্রবার থেকেই ভার্চুয়াল শুরু হল কার্গিল নায়কদের শ্রদ্ধা জ্ঞাপন ৷
#KargilVijayDiwas2020 IAF salutes the indomitable courage, valour and selfless sacrifice of the heroes of the Kargil War. Jai Hind! भारतीय वायुसेना कारगिल युद्ध के जांबाजों की बहादुरी, साहस एवम् निःस्वार्थ त्याग को नमन करती है। जय हिन्द। #IndianAirForce #CourageInKargil#IAF pic.twitter.com/kOI1JicRkG
— Indian Air Force (@IAF_MCC) July 26, 2020
এই শপিং মল তাঁদের ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন কার্গিল যোদ্ধাদের তাঁর পরিবারকে লেখা চিঠি ৷ সঙ্গে বিশেষ ভিডিওতে ফুটে উঠবে তাঁদের লড়াইয়ের কথাও ৷ রয়েছে সাধারণ মানুষদের জন্য বিশেষ প্রতিযোগিতা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CourageInKargil