#পটনা: পটনার ইন্দিরা গান্ধি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (IGIMS)-এ চাকরির আবেদন করা অথবা ভর্তি হওয়ার জন্য ফর্মে একটা বিষয় লেখাটা বাধ্যতামূলক ৷ সেটা হল আপনি ‘ভার্জিন’ কী না ? এমন অদ্ভূত অস্বস্তিকর একটা প্রশ্ন হঠাৎ মেডিক্যাল ইনস্টিটিউটের ফর্মে কেন ? ফর্মের কপি প্রকাশ্যে আসতেই উঠছে প্রশ্ন ৷
বুধবার বিহারের স্বাস্থ্য মন্ত্রী মঙ্গল পাণ্ডে জানান, এই বিষয়টা দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ ফর্ম ভরার সময় তিনটি অপশন দেখে সবারই চক্ষু চড়কগাছ ৷ বিষয়টা যথেষ্ট হাস্যকর বলেও মনে হয়েছে অনেকের ৷
১. আমি অবিবাহিত/ বিধবা/ ভার্জিন কী না ২. আমি বিবাহিত এবং আমার মাত্র একজন স্ত্রী-ই আছে কী না ৩. আমি এমন একজনকে বিয়ে করেছি যার অন্য কোনও স্ত্রী বেঁচে নেই / এমন একজনের সঙ্গে আমি বিয়ে করেছি যার আরও একজন স্ত্রী রয়েছেন
ফর্মে এই সমস্ত প্রশ্ন লেখা দেখে হাসির রোল উঠেছে ৷ কীভাবে একটা সরকারি প্রতিষ্ঠানের ফর্মে এইধরণের বিষয়গুলি লেখা থাকে, তা নিয়েও উঠেছে প্রশ্ন ৷ সমাজসেবী সুমন লাল ইতিমধ্যেই ফর্মে ভার্জিন শব্দটি তুলে নেওয়ার দাবি তুলেছেন ৷ সেটা না করা হলে তিনি আন্দোলেন নামবেন বলেও হুমকি দিয়েছেন ৷
Reporter: Rajnish Kumar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Form, IGIMS, India Gandhi Institute of Medical Sciences, Manish Mandal, Virgin