#নয়াদিল্লি:এ দেশে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা ।
সম্প্রতি ট্যুইটারে নতুন একটি ভিডিও পোস্ট হয়েছে, যা দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা । ফলে পোস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভিউয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে গিয়েছে । এই মুহূর্তে ভিডিওটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
ভিডিওতে দেখা যাচ্ছে, পিপিই কিট পরে এক মেডিক্যাল স্টাফ এক ব্যক্তিকে ইঞ্জেকশন দিচ্ছেন । পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও একজন সেবা কর্মী । কিন্তু ওই ব্যক্তি ইঞ্জেনকশন দেখেই মারাত্মক ভয় পাচ্ছেন । সূঁচ ফোটানোর আগেই ভয়ে তিনি দু’বার চেয়ার থেকে পড়ে গেলেন । ইঞ্জেকশন দেওয়ার আগে থেকেই চিৎকার শুরু করে দিলেন । শেষ মুহূর্তে ওষুধ পুশ করার সময় তো এমন জোরে চিৎকার করলেন যে সকলে হকচকিয়ে গিয়ে তাঁর দিকেই তাকিয়ে রইলেন ।
এই ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় । ট্যুইটটি দেখে নিজেকে আর সামলাতে পাড়েননি শিল্পপতি হর্ষ গোয়াঙ্কাও । ট্যুইটটি রি-ট্যুইট করে তিনি মজা করে লেখেন, ‘‘সত্যিই কী আমাদের ভ্যাকসিনেশন সেন্টার গুলো এই সমস্ত অবস্থা সামাল দেওয়ার জন্য প্রস্তুত?’’