#খোলা উঠোনে ফণা তুলে দাঁড়িয়ে পেল্লায় কিং কোবরা । আর তাকে বালতি বালতি জলে স্নান করাচ্ছেন এক যুবক । রোমহর্ষক এই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় । ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বালতি নিয়ে কল থেকে জল ভরছেন এক যুবক । পিছনে ফণা উঁচু করে দাঁড়িয়ে বিরাট কিং কোবরা । এরপর বালতি সুদ্ধ জল ধীরে ধীরে তার ফণার উপর দিয়ে সারা শরীরে ঢেলে দিচ্ছেন তিনি । গরমে আরাম পেতেই চুপ করে রয়েছে সে । শরীরে রাগের চিহ্ন নেই । তবে ভিডিওতে সাপটিকে স্নান করাতে দেখা যাচ্ছে যে যুবককে, তিনি যে যথোপযুক্ত প্রশিক্ষিত, তা তাঁর শরীরী ভাষায় স্পষ্ট ।
Summer time.. And who doesn’t like a nice head bath🙏
Can be dangerous. Please don’t try. pic.twitter.com/ACJpJCPCUq — Susanta Nanda IFS (@susantananda3) May 24, 2020
তবে ভিডিও পোস্ট করে ফরেস্ট আধিকারিক বার বার এই ঘটনা যাতে বাড়িতে কেউ না ঘটান বা বাড়িতে এরকম করার চেষ্টা করেন, তা বার বার অনুরোধ করেছেন । তাঁর দাবি, এমন ঘটনা বাড়িতে কেউ ঘটানর চেষ্টা করলে তার ফল মারাত্মক হতে পারে । তিনি লেখেন, "Summer time.. And who doesn’t like a nice head bath... Can be dangerous. Please don’t try."
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: King Cobra, Viral Video