ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি পুকুরে আজব মাছের সন্ধান পাওয়া গিয়েছে। বলা হচ্ছে যে, চোয়াল কুমিরের মতো একটি মাছ ধরা পড়েছে জালে। এমনকী এটি মানুষকেও আক্রমণ করতে পারে। দাবি করা হচ্ছে, এই মাছ আমেরিকায় পাওয়া যায়। একে বলা হয় অ্যালিগেটর গার (Alligator gar) মাছ।
কিন্তু, কীভাবে মার্কিন মুলুকের এই মাছ ভোপালের পুকুরে এল, তা বুঝতে পারছে না সেখানকার বন দফতর। বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে চিন্তিত। কারণ যে পুকুরে এই মাছের সন্ধান মিলেছে, সেটি অত্যন্ত বড় একটি পুকুর। বিভিন্ন প্রজাতির মাছ এবং জলজ প্রাণী সেই পুকুরে থাকে। এখন এই পুকুরে যদি আরও অ্যালিগেটর গার মাছ বেশি সংখ্যায় থাকে, তাহলে এটি ইকো-সিস্টেম নষ্ট করবে। কারণ, এই মাছ স্বভাবে অত্যন্ত হিংস্র। জলাশয়ের অন্যান্য মাছকে আক্রমণ করে। ফলে অন্যান্য প্রজাতির মাছ ধ্বংসের মুখে চলে যাবে।
গত ১৯ এপ্রিল ভোপালে অ্যালিগেটর গার মাছের ভিডিও ভাইরাল হয়েছিল। ওই পুকুরটিতে স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়েছিলেন। তখন এই মাছটি জালে আটকে যায়। তিনি প্রথমে বুঝতে পারেননি যে আদতে এটি কী প্রজাতির মাছ। মাছের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেন। পরে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই মাছের দৈর্ঘ্য ১২ ফুট পর্যন্ত হতে পারে। এই মাছ সম্পূর্ণ আমিষভোজী। এই মাছের বয়স ১৮ থেকে ২০ বছর। বিশেষজ্ঞদের দাবি, যদি সত্যিই ওই পুকুরে অ্যালিগেটর গার মাছ পাওয়া যায়, তাহলে এটি চিন্তার কারণ। কারণ, সম্ভবত ওই পুকুরে আরও এমন মাছ থাকতে পারে। ফলে বিপদের আশঙ্কা রয়েছে অন্য প্রজাতির মাছগুলিরও।
আরও পড়ুন, উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট
আরও পড়ুন, ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন
ভোপালের ওই পুকুরে ছোট-বড় অনেক প্রজাতির মাছ রয়েছে। সময়ে সময়ে জেলা প্রশাসন বিভিন্ন রাজ্য থেকে ছোট মাছ এনে ওই পুকুরে ফেলে। তখনই ভুলবশত অ্যালিগেটর গার মাছ ফেলা হয়েছে কিনা, তা জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, এর আগেও এ ধরনের মাছ ধরা পড়েছে। আপাতত যে ব্যক্তি প্রথমে এই মাছ ধরে ভিডিও আপলোড করেছেন, তাঁর মাছ ধরার লাইসেন্স খতিয়ে দেখছেন সরকারি আধিকারিকরা। যদিও মার্কিন মুলুকের এই মাছ কী করে ভোপালের পুকুরে এল, তার সঠিক ব্যাখ্যা এখনও মেলেনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।