corona virus btn
corona virus btn
Loading

Viral:সহকর্মীকে নিয়ে সিনেমা হলে গিয়ে বিপাকে তরুণ, স্ত্রী ও শ্যালিকার হাতে বেদম মার!

Viral:সহকর্মীকে নিয়ে সিনেমা হলে গিয়ে বিপাকে তরুণ, স্ত্রী ও শ্যালিকার হাতে বেদম মার!
Representative Image
  • Share this:

#ইন্দোর: রবিবারের দুপুর৷ অফিসের এক সহকর্মীকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন এক ব্যক্তি৷ গোপনেই হয়েছিল সব প্ল্যান৷ বাড়িতে কিছু না জানিয়েই হয়েছিল সব ব্যবস্থা৷ কিন্তু কিছুভাবে টের পেয়েছিল স্ত্রী৷ স্বামীর সঙ্গে অন্য মহিলার ভাব আন্দাজ করে স্ত্রীও ছিলেন সতর্ক৷ এমনই গোপন প্ল্যানের দিকে নজর ছিল তার৷

আরও পড়ুনসোশ্যাল মিডিয়ায় Leak হল পাকিস্তানি গায়িকার ন্যুড ছবি-ভিডিও, দায়ের হল অভিযোগ...

রবিবার দুপুরে যেই স্বামী বেরলেন বাড়ি থেকে, স্ত্রী হলেন সজাগ৷ তারপর নিজের বোনকে নিয়ে হাজির হলেন সিনেমা হলে৷ সেখানেই ছিল স্বামী ও তার সঙ্গীর ডেট৷ সিনেমা দেখতে ঢুকতে যাবেন ব্যাস, তখনও ঘটল বিপত্তি৷ মহিলা সহকর্মীকে বেদম মার স্ত্রী ও শ্যালিকা৷ সঙ্গে স্বামীকে ধরে মারলেন স্ত্রী৷

আরও পড়ুন প্রেমিকাকে বাড়িতে ডেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ধর্ষণ যুবকের! থানায় অভিযোগ দায়ের

এরপরই সিনেমা হলের সামনে তিন মহিলা রীতিমত চুলোচুলি শুরু হয়৷ এই দেখেই লোকজন জড়ো হয়ে যায় এলাকায়৷ উৎসুক জনতা ভিডিও শ্যুট করতেও শুরু করেন৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে৷

First published: November 4, 2019, 8:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर