Tauktae Cyclone: তাউকতাই-এর তাণ্ডবে তছনছ অবস্থা, দেখুন ঘূর্ণিঝড়ে আছড়ে পড়ার সময়ের ভিডিও

ঝড়ের দাপটে মহারাষ্ট্র ও গুজরাটের পাশাপাশি গোয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷

ঝড়ের দাপটে মহারাষ্ট্র ও গুজরাটের পাশাপাশি গোয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷

 • Share this:

  #মুম্বই: সোমবার প্রায় রাত ৮টার সময় গুজরাটের (Gujarat) উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে তাউকতাই (Tauktae Cyclone) ঘূর্ণিঝড় ৷ প্রায় রাত ১২ টা পর্যন্ত চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব ৷ মৌসম বিভাগের (IMD) অনুযায়ী, ঘূর্ণিঝড়ে সোমবার কারোর হতাহতের খবর পাওয়া যায়নি ৷ রাজ্য সরকারের তরফে ঘূর্ণিঝড়ের আগে প্রায় ২ লক্ষ মানুষকে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হয় ৷

  ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় হাওয়ার গতি ছিল প্রায় ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ ঘূর্ণিঝড় চলাকালীন বহু মানুষ ছবি তুলেছেন ও ভিডিও রেকর্ড করেছেন ৷ এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই মুহূর্তের মধ্যে  সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে  ৷

  ঝড়ের দাপটে মহারাষ্ট্র ও গুজরাটের পাশাপাশি গোয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ গোয়ায় একদিন পরে আসবে বিদ্যুৎ ৷ রবিবার উপকূলবর্তী এলাকার উপর দিয়ে ঝড় যাওয়ার সময় প্রায় ৭০০ লাইট পোস্ট পড়ে গিয়েছে এবং ২০০-৩০০ট্রান্সফরমার উপড়ে গিয়ে বিপর্যস্ত বিদ্যু‍‍‍‍‍ৎ সরবরাহ ব্যবস্থা।সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ১ দিন সময় লাগবে৷

  Published by:Dolon Chattopadhyay
  First published: