#নয়া দিল্লি: রাম রাবণের পালা। লক্ষণ মেঘনাদের বাণে মৃতপ্রায় । দরকার সেই অমুল্য গাছ বিশল্যকরনি। হনুমানকে পাঠানো হল সেই গাছ আনতে। কিন্তু হনুমান চেনেন না সেই গাছ। কি আর করা গোটা পঞ্চবটী পর্বত তুলে নিয়ে এলেন হনুমান। কিন্তু সে তো রামায়ণের গল্প। এই রামায়ণ নিয়ে চলছিল যাত্রা পালা।
আর সেখানেই বাধল গণ্ডগোল। স্টেজে রাম চেষ্টা করছেন লক্ষণকে বাঁচানোর। ডাক পড়লো হনুমানের। তাকেই পাঠানো হবে গাছ আনতে। হনুমান স্টেজে উঠেই যা করলেন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এসেই হঠাৎ মারতে শুরু করলেন রামকে। সবাই অবাক। এখানেই শেষ নয় কাঁধে গদা নিয়ে এবার স্টেজে শুয়ে থাকা লক্ষণকে মারতে শুরু করলেন। কী হল এ হনুমানের। একে একে সবাইকে মারতে শুরু করলো হনুমান। শেষ রামায়ণের জায়গায় এমন গণ্ডগোল বাধল স্টেজে যে লক্ষণকে আর কে বাঁচায় তখন যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত। লঙ্কায় নয় স্টেজেই তাণ্ডব মানুষ হনুমানের। রাম হনুমানের এমন লড়াই কেউ দেখেননি আগে! এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। দেখুন ভিডিও...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook, Ramayana, Viral Video