#সোলান: সম্প্রতি হিমাচল প্রদেশের সোলান জেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও-তে দেখা গিয়েছে জঙ্গল ছেড়ে রাস্তার মাঝখানে চলে এসেছে বিশালাকার অজগড় ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে ৷
অজগড় সাপটি রাস্তার এক ধার থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে অন্য দিকে চলে যাচ্ছে ৷ ভিডিও-তে বিশাল লম্বা অজগড়টিকে স্পষ্ট দেখা যাচ্ছে ৷ জানা গিয়েছে, কাউকে কোনও হামলা করেনি অজগড় ৷ রাস্তার উপর দিয়ে সেই সময় একটি গাড়ি যাচ্ছিল ৷ অজগড়কে দেখে গাড়ি থামিয়ে ভিডিও করতে শুরু করেন চালক ৷ এরপর সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। সেই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Python, Viral Video