হোম /খবর /দেশ /
রাস্তার মাঝখানে গাড়ির সামনে আচমকা চলে এল ১২ ফিট লম্বা অজগড়! দেখুন ভিডিও

রাস্তার মাঝখানে গাড়ির সামনে আচমকা চলে এল ১২ ফিট লম্বা অজগড়! দেখুন ভিডিও

রাস্তার উপর দিয়ে সেই সময় একটি গাড়ি যাচ্ছিল ৷ অজগড়কে দেখে গাড়ি থামিয়ে ভিডিও করতে শুরু করেন চালক ৷

  • Last Updated :
  • Share this:

#সোলান: সম্প্রতি হিমাচল প্রদেশের সোলান জেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও-তে দেখা গিয়েছে জঙ্গল ছেড়ে রাস্তার মাঝখানে চলে এসেছে বিশালাকার অজগড় ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে ৷ 

অজগড় সাপটি রাস্তার এক ধার থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে অন্য দিকে চলে যাচ্ছে ৷ ভিডিও-তে বিশাল লম্বা অজগড়টিকে স্পষ্ট দেখা যাচ্ছে ৷ জানা গিয়েছে, কাউকে কোনও হামলা করেনি অজগড় ৷ রাস্তার উপর দিয়ে সেই সময় একটি গাড়ি যাচ্ছিল ৷ অজগড়কে দেখে গাড়ি থামিয়ে ভিডিও করতে শুরু করেন চালক ৷ এরপর সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। সেই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Python, Viral Video