হোম /খবর /দেশ /
Fact Check: লকডাউনে নাগরদোলাকেই গাড়ি বানালেন শ্রমিক! ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই

Fact Check: নাগরদোলাকেই গাড়ি বানিয়ে চমক পরিযায়ী শ্রমিকের! ভাইরাল ভিডিওটির সত্যতা জানুন

অদ্ভূত এই আবিষ্কারে চমকে উঠেছিল গোটা বিশ্বই। কিন্তু কিছুদিন পরেই জানা গেল ভিডিওর সত্যতা ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনার জেরে লকডাউন ৷ আর এই দীর্ঘ লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা ৷ ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকরা অনেকেই ট্রেন বা অন্য কোনও যানবাহন না পেয়ে এতদিন মাইলের পর মাইল এক রাজ্য থেকে আরেক রাজ্যে হাঁটার সিদ্ধান্তই নিয়েছিলেন ৷ যার ফলে অনেক সমস্যার সম্মুখীনই হতে হয়েছে তাদের ৷

গর্ভবতী স্ত্রীকে দু’চাকার টানা গাড়ি বানিয়ে টেনে নিয়ে যাচ্ছেন শ্রমিক, এ ছবি আমরা দেখেছি। এবার কিছুদিন আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়া আরও এক ছবি দেখে তাজ্জব হয় গোটা দুনিয়া। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের এক পরিযায়ী শ্রমিক অদ্ভূত কৌশলে নাগরদোলাকেই বানিয়ে ফেলেছেন গাড়ি ! প্রথমে তিনি নাগরদোলায় চারটি চাকা লাগান। এরপর নিজের বাইকের সঙ্গে ওই নাগরদোলাকে জুড়ে দেন। বাইকের সামনের চাকার সঙ্গে নাগরদোলাকে জোড়েন। বসান স্টিয়ারিং। নাগরদোলার মাথায় শোয়ার ব্যবস্থাও করেন ৷

ভিডিওটির তারিখের দিকে নজর দিন ভিডিওটির তারিখের দিকে নজর দিন

অদ্ভূত এই আবিষ্কারে চমকে উঠেছিল গোটা বিশ্বই। কিন্তু কিছুদিন পরেই জানা গেল ভিডিওর সত্যতা ৷ আদৌ কি এই ভিডিও বর্তমান সময়ের কোনও অসহায় পরিযায়ী শ্রমিকের কথা বলছে ? ভিডিওর তারিখের দিকে নজর পড়তেই সব সত্য সামনে ৷ আদতে এই ভিডিওটি দু’বছরের পুরনো ৷ ২০১৮ সালের অক্টোবর মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি ফের নতুন করে গত ১৬ মে @IndurChhugani-র ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ৷ ব্যস, পোস্টের সঙ্গে সঙ্গেই সেটা ভাইরাল হতে আর বেশি সময় লাগেনি ৷ ৯০০-র বেশি রিট্যুইট ৷ ৪৮ হাজারের বেশি ভিউ হয় ভিডিওটির ৷ কিন্তু আদতে ভিডিওটি দু’বছরের পুরনো ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, Ferris Wheel, Migrant labour