#মুম্বই: কখনো শুনেছেন পাগলে গান গায়? না শোনেন নি তো? তাহলে এবার শুনুন। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এই পাগল। না আছে থাকার জায়গা। না আছে খাবার। তবুও ভগবান গলায় ঢেলে দিয়েছেন সুর। আর তাই দিয়েই গান গেয়ে যান ইনি দিন রাত।
কিশোর কুমারের গলায় হুবহু নকল করে গান গাইতে পারেন ইনি। লোকে এই পাগলকে দেখলে তাড়িয়ে দেয় না। বরং ডেকে বলে গান শোনাতে। তার বদলে খাবার দেয়। আর বললেই অবিকল কিশোরের গলায় গান গেয়ে দেন। নিজের নামটাও মনে নেই। কিন্তু গানের লাইন একটাও ভোলেননি।