Home /News /national /
দেওয়াল বেয়ে অনায়াসে মেঝে থেকে সিলিংয়ে! ‘বাচ্চা স্পাইডারম্যান’-এর ভিডিও ভাইরাল

দেওয়াল বেয়ে অনায়াসে মেঝে থেকে সিলিংয়ে! ‘বাচ্চা স্পাইডারম্যান’-এর ভিডিও ভাইরাল

ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটি দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে অনায়াসে ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বাচ্চা স্পাইডারম্যান ! হ্যাঁ, হঠাৎ দেখলে এমনটাই মনে হবে ৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যা দেখে চক্ষু চড়কগাছ প্রত্যেকেরই ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি শিশু দেওয়াল ধরে বেয়ে উপরে উঠে যাচ্ছে অনায়াসে ৷

খাটে বসেছিল শিশুটি ৷ হঠাৎই দেওয়াল বেয়ে উঠে গেল একেবারে সিলিংয়ে ! উঠে আবার একবার প্রণামও করল সে ৷ এমন কাজ যে সে প্রায়শই করে থাকে, সেটা ভিডিওটা দেখেই বোঝা সম্ভব ৷ কারণ যিনি ভিডিও শ্যুট করেছেন, তিনিও এই ‘বাচ্চা স্পাইডারম্যান’-এর কাজকর্ম ভালমতোই জানেন ৷ তাই নেটিজেনরা শিশুর এই কাণ্ডকারখানা দেখে অবাক হলেও পরিবারের লোকেরা একেবারেই নন ৷ শিশুর নাম বিরাট শর্মা বলে জানা গিয়েছে ৷ যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Baby Spiderman, Viral Video