• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Viral Video: নিমেষে পার্ক করা গাড়ি গিলে ফেলল জলে ভরা গর্ত, দেখুন ভয়ঙ্কর ভিডিও!

Viral Video: নিমেষে পার্ক করা গাড়ি গিলে ফেলল জলে ভরা গর্ত, দেখুন ভয়ঙ্কর ভিডিও!

গাড়ি ঢুকে গেল গর্তে!

গাড়ি ঢুকে গেল গর্তে!

মুম্বইয়ের ঘাটকোপার (Mumbai's Ghatkopar) এলাকার একটি হাউজিং কমপ্লেক্সের পার্কিং লট।

 • Share this:

  #মুম্বই: মুম্বইয়ের ঘাটকোপার (Mumbai's Ghatkopar) এলাকার একটি হাউজিং কমপ্লেক্সের পার্কিং লট। সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে। রবিবার সেই পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি নিমেষে ঢুকে গেল মাটির গর্তের ভিতর। ভিডিও দেখে মনে হচ্ছে, গর্তের ভিতর থেকে যেন কেউ গাড়িটিকে টেনে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আর গর্তের ভর্তি জল বাইরে থেকেই দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

  রবিবার ঘাটকোপারের রাম নিবাস সোসাইটিতে এই ঘটনা ঘটেছে। বাসিন্দারা জানিয়েছেন, সেখানে ৫০ ফুট গভীর একটি কুয়ো ছিল কমপাউন্ডের ভিতরেই। এই কুয়োটি প্রায় ১০০ বছরের পুরনো। সেটিকে কংক্রিট দিয়ে বাঁধিয়ে সেখানে পার্কিং লট তৈরি করা হয়েছিল। রোজই সেখানে অসংখ্য গাড়ি রাখা হয়। রবিবারও তেমনই রাখা ছিল। তবে সম্প্রতি মুম্বইয়ের ভারী বৃষ্টিতে সেখানকার কংক্রিট ধুয়ে-মুছে সাফ। আর তাতেই সেই গভীর গর্ত আবার জেগে ওঠে।

  ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে সেই গর্তের সামেন পার্ক করা একটি গাড়ি মুহূর্তের মধ্যে সেখানে ঢুকে গেল। এই ঘটনার পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে খবর দেন বাসিন্দারা। তারা সেখানে গিয়ে গাড়িটিকে উদ্ধারের কাজ শুরু করে দেন। সেখানকার জল সরিয়ে ক্রেন দিয়ে গাড়িটিকে টেেন বের করা হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

  এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বিএমসি দ্রুত গতিতে উদ্ধারের কাজ শুরু করেছে। তবে নিমেষে এমন অদ্ভুত ভিডিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।

  Published by:Raima Chakraborty
  First published: