Home /News /national /
Viral Video: কী কাণ্ড ! ফুচকার জলের মধ্যে প্রস্রাব মিশিয়ে বিক্রি করছিল ফুচকাওয়ালা ! দেখুন ভাইরাল ভিডিও

Viral Video: কী কাণ্ড ! ফুচকার জলের মধ্যে প্রস্রাব মিশিয়ে বিক্রি করছিল ফুচকাওয়ালা ! দেখুন ভাইরাল ভিডিও

Image Credit - G Plus

Image Credit - G Plus

সংবাদসংস্থা Prag News-এ প্রকাশিত খবর অনুযায়ী এই ঘটনা গুয়াহাটির আঠগাঁও এলাকার ৷ গত ৭-৮ দিন আগে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হয় ৷

  • Last Updated :
  • Share this:

গুয়াহাটি: এই কাণ্ড দেখার পর আর ‘গোল গাপ্পা’ বা ‘ফুচকা’ খেতে আদৌ আপনার মন চাইবে কী না সন্দেহ ৷ অসমের গুয়াহাটির এই ভিডিওটি দেখলে যে কেউ চমকে উঠবেন ! না কোনও দুর্ঘটনার ভিডিও নয় ৷ এটা একটা ফুচকাওয়ালার দোকানের ভিডিও, যেখানে তাকে দেখা গিয়েছে ফুচকার জলের মধ্যে প্রসাব করতে ৷ তারপর সেটাকেই মিশিয়ে দিয়ে ফুচকার জল তৈরির কাজে লাগাচ্ছেন তিনি ! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন তুমুল ভাইরাল ! যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি News18 Bangla ৷

সংবাদসংস্থা Prag News-এ প্রকাশিত খবর অনুযায়ী এই ঘটনা গুয়াহাটির (Guwahati) আঠগাঁও এলাকার ৷ গত ৭-৮ দিন আগে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হয় ৷ অভিযোগ পেয়ে ওই ফুচকা ওয়ালার বিরুদ্ধে কড়া পদক্ষেপই নিয়েছে পুলিশ ৷ ফুচকার মতো সবার ফেভারিট খাবারে এভাবে জলের মধ্যে প্রস্রাব মেশাতে দেখে চমকে উঠেছেন নেটিজেনরা ৷ অনেকেই এই ভিডিও দেখে আর রাস্তায় ফুচকা না খাওয়ারই কথা এখন ভাবছেন !

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Viral Video